ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাকৃবি প্রশাসন ভবন ঘেরাও ॥ বিক্ষোভ

প্রকাশিত: ০৪:১৬, ২৭ জানুয়ারি ২০১৭

বাকৃবি প্রশাসন ভবন ঘেরাও ॥ বিক্ষোভ

বাকৃবি সংবাদদাতা ॥ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের কোর্স কারিকুলাম সংস্কারসহ ৩ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ সমাবেশ ও প্রশাসন ভবন ঘেরাও কর্মসূচী পালন করেছে ওই অনুষদের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ক্লাস-পরীক্ষা বর্জন করে অনুষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসন ভবন ঘেরাও করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আলী আকবর, রেজিস্ট্রার মোঃ সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. একেএম জাকির হোসেনসহ অন্য কর্মকর্তারা প্রশাসন ভবনে আটকা পড়েন। এ সময় ওই অনুষদের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে সাক্ষাত করে স্মারকলিপি জমা দেয়। উপাচার্য বিষয়টি সমাধানের আশ্বাস দিলে দুপুর ৩টার দিকে শিক্ষার্থীরা ঘেরাও কর্মসূচী তুলে নেয়।
×