ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৪:০৪, ২৩ জানুয়ারি ২০১৭

পুুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগের দুই দিনের পতন কাটিয়ে রবিবার মূল্যসূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্যসূচক বেড়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার সংশ্লিষ্টদের মতে, গত দুদিনে বিনিয়োগকারীদের মুনাফা তোলার নীতির কারণেই সূচক ও লেনদেনে কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছিল। তবে রবিবার মুনাফা তোলার পর আবারও শেয়ার কেনার আদেশ বাড়িয়েছেন তারা। ফলে শুরুতে সামান্য সূচকের উত্থান-পতন শেষে বাজারে চাঙ্গাভাব ফিরে আসে। দিনশেষে শেয়ার বিক্রির চেয়ে কেনার চাপই বেশি ছিল। বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইতে এক হাজার ৬৬৮ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ২৫৯ কোটি ৬৪ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে এক হাজার ৪০৮ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২২৪টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির শেয়ারদর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৬০২ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৮৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১১ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ বারাকা পাওয়ার, লঙ্কা-বাংলা ফাইন্যান্স, বেক্সিমকো, আরএকে সিরামিক, ইফাদ অটোস, সিটি ব্যাংক, ইউনিক হোটেল, কেয়া কসমেটিকস, সাইফ পাওয়ার ও বাংলাদেশ বিল্ডিং সিস্টেম। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ মোজাফফর হোসেন স্পিনিং, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, ইউনিয়ন ক্যাপিটাল, ইসলামিক ফাইন্যান্স, লঙ্কা-বাংলা ফাইন্যান্স, বিডি ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, তুং হাই নিটিং ও সিটি ব্যাংক। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ ঝিল বাংলা সুগার, আরএকে সিরামিক, বিডি অটোকারস, মেঘনা কনডেন্সড মিল্ক, রহিমা ফুড, আইসিবি ১ম এনআরবি, সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন লুব্রিক্যান্টস, অগ্রণী ইন্স্যুরেন্স ও বাংলাদেশ বিল্ডিং সিস্টেম। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৯৯ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৬৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৯৬টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ বেক্সিমকো, লঙ্কা-বাংলা ফাইন্যান্স, এ্যাকটিভ ফাইন, আরএকে সিরামিক, কেয়া কসমেটিকস, বিএসআরএম লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, এ্যাপোলো ইস্পাত, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও সিটি ব্যাংক।
×