ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাদক নিয়ন্ত্রণে মার্শাল ল জারির হুমকি দুতের্তের

প্রকাশিত: ০৬:৫৬, ১৭ জানুয়ারি ২০১৭

মাদক নিয়ন্ত্রণে মার্শাল ল জারির হুমকি দুতের্তের

মাদক নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশে মার্শাল ল জারির হুমকি দিয়েছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদরিগো দুতের্তে। ‘ফিলিপিন্সের জনগণ এবং দেশের যুব সমাজকে রক্ষা করাই’ তার লক্ষ্য এবং এজন্য তিনি প্রয়োজনে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানিয়েছেন। খবর বিবিসির। গত বছর ক্ষমতা গ্রহণের পরপরই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন প্রেসিডেন্ট। তার সরকারের প্রথম ছয় মাসে মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহে প্রায় ছয় হাজার মানুষকে বিনাবিচারে হত্যা করা হয়েছে। তিনি বলেন, দেশকে ‘মাদকের স্বর্গরাজ্যে পরিণত হওয়া থেকে বাঁচাতে’ তিনি কাজ করছেন। দক্ষিণের শহর দাভাওয়ে শনিবার ব্যবসায়ীদের মধ্যে দেওয়া এক বক্তৃতায় দুতের্তে বলেন, “যদি আমি চাই এবং ভবিষ্যতে এই পরিস্থিতির খুব খারাপ রকম অবনতি হলে, আমি চাইলে সামরিক শাসন ঘোষণা করতে পারি। আমাকে কেউ থামাতে পারবে না।” সামরিক আইন জারি হলে তা বাস্তবায়নে সেনাবাহিনী ব্যবহার করতে পারবেন দুতের্তে। সেইসঙ্গে কোন অভিযোগ ছাড়াই নাগরিকদের আটক করা যাবে।
×