ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে তাপমাত্রা ৪৫ ডিগ্রী ছাড়িয়েছে

প্রকাশিত: ০৪:১৯, ১৩ জানুয়ারি ২০১৭

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে তাপমাত্রা ৪৫ ডিগ্রী ছাড়িয়েছে

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে এক হাজার কিলোমিটার এলাকাজুড়ে এখন তাপপ্রবাহ বিরাজ করছে। বিশেষ করে কুইন্সল্যান্ড ও নিউ সাউথওয়েলস রাজ্যের বিভিন্ন জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রী সেলসিয়েস ছাড়িয়ে গেছে। জানুয়ারি থেকেই মূলত অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলে শুরু হয় তীব্র গরম। কয়েকটি রাজ্যে এখন তাপমাত্রা ৪০ ডিগ্রী সেলসিয়াসের ওপরে। এ কারণে জনসাধারণকে রোদের মধ্যে কাজকর্ম করা থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া তাপজনিত স্বাস্থ্য সমস্যা এড়াতে শিশু ও বয়স্কদের দিকে বিশেষভাবে সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে। কুইন্সল্যান্ডের মধ্য ও দক্ষিণাঞ্চল এবং নিউ সাউথওয়েলসে আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। দুই রাজ্যেই কয়েকদিন তীব্র গরম আবহাওয়া চলবে বলে অস্ট্রেলিয়ার ব্যুরো অব মেটেরোলজি জানিয়েছে। ব্যুরোর পূর্বাভাসে আরও বলা হয়েছে, দুই রাজ্যের স্থল সীমান্তের কাছাকাছি তাপ পুঞ্জীভূত হয়েছে। বিশেষ করে নিউ সাউথওয়েলসের বুর্ক এবং কুইন্সল্যান্ডের থার্গোমিন্ডা এলাকায় তাপমাত্রা সর্বোচ্চ ৪৫ ডিগ্রীতে পৌঁছে গেছে। থার্গোমিন্ডায় বৃহস্পতিবার তাপমাত্রা ৪৬ ডিগ্রী হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। সিডনির আশপাশেও তাপমাত্রা বেড়েছে। সিডনির উত্তরের মেইটল্যান্ডের তাপমাত্রা ৪১ ডিগ্রী সেলসিয়েস হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। সিডনি এবং পার্শ্ববর্তী হান্টার ভ্যালিতে প্রকাশ্য স্থানে অগ্নি প্রজ্বলন নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে কুইন্সল্যান্ডের মধ্যাঞ্চলীয় উচ্চভূমি ও কয়লাখনি এলাকাগুলোতে উচ্চমাত্রায় সতর্কতা জারি করেছে পল্লী অঞ্চলের দায়িত্বে থাকা অগ্নি নির্বাপন কর্তৃপক্ষ। বলা হয়েছে এসব এলাকা আগামী অন্তত তিনদিন তাপমাত্রা অস্বাভাবিক রকম বেশি থাকবে। কুইন্সল্যান্ড এ্যাম্বুলেন্স সার্ভিসের সিনিয়র কর্মকর্তা টনি হাকার দিনের বেলা সবচেয়ে উষ্ণ সময় রোদ এড়িয়ে চলার ও হাতের কাছে খাওয়ার পানি রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা এ সময়ে জনসাধারণকে কায়িক শ্রম থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। একান্তই যদি পরিশ্রম করতে হয় তবে যেন হাতের কাছে খাবার পানি থাকে।’ তাপজনিত অসুস্থতা থেকে সতর্ক থাকতে কর্তৃপক্ষ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে। বলা হয়েছে, এ ধরনের অসুস্থতার লক্ষণগুলো জটিল কিছু নয়। মাথা ঘোরানো, বমি বমি ভাব ও মাথা ব্যথার মতো লক্ষণগুলোই তাপজনিত অসুস্থতার প্রাথমিক লক্ষণ। তবে এগুলো অবহেলা না করার জন্য বিশেষভাবে বলা হয়েছে। এসব লক্ষণ কারও মধ্যে পাওয়া গেলে তাকে দ্রুত ঠা-া স্থানে নিয়ে যাওয়ার জন্য নিউ সাউথওয়েলস ভিত্তিক সমাজকল্যাণমূলক সংস্থা সার্ফ লাইফসেভিং এনএসডব্লিই জনগণের প্রতি আহ্বান জানিয়েছে। এদিকে প্রচ- গরমে পুকুর ও সুইমিং পুলে ঝাঁপ দিয়ে শিশু কিশোরদের দুর্ঘটনা কবলিত হওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে বলেছে লাইফসেভিং এনএসডব্লিই।
×