ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অ ন্য র ক ম

প্রকাশিত: ০৩:৫১, ১১ জানুয়ারি ২০১৭

অ ন্য র ক ম

বিমানে হ্যান্ডকাফ এয়ার ইন্ডিয়া বিমানে থাকছে হ্যান্ডকাফ। সাম্প্রতিক অতীতে দুই এয়ার ইন্ডিয়ার বিমানে মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করেছেন পুরুষ যাত্রীরা। একবার বিমান সেবিকার সঙ্গে, আরেকবার এক মহিলা যাত্রীর সঙ্গে। তাই এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে তাদের আন্তর্জাতিক এবং দেশের ভেতরের বিমানে এবার থেকে প্লাস্টিকের হ্যান্ডকাফ রাখা হবে। কোন যাত্রী অশালীন আচরণ করলে তার হাতে হাতকড়া পরিয়ে দেয়া হবে। এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান অশ্বিনী লোহানি বলেছেন, ‘আন্তর্জাতিক এবং জাতীয় বিমানে এবার থেকে আমরা প্লাস্টিকের হ্যান্ডকাফ রাখব। -টাইমস অব ইন্ডিয়া ব্যক্তিগত গাড়ি চলাচল বন্ধ সম্প্রতি স্পেনের রাজধানী মাদ্রিদের মেয়র ম্যানুয়েলা কারমেনা শহরটির রাস্তায় ব্যক্তিগত গাড়ি চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। ২০১৬ সালের ৫ নবেম্বর স্প্যানিশ রেডিওতে প্রচারিত এক শোতে তিনি বলেন, ২০১৯ সালের মে মাসে তিনি তার পদ থেকে অব্যাহতি নেয়ার আগেই মাদ্রিদের মূল এভিনিউ গ্রান ভিয়াতে যাতে শুধু বাইক, বাস আর ট্যাক্সি চলাচল করে তা নিশ্চিত করে যাবেন। কারমেনা বলেন, এখানে তার একমাত্র উদ্দেশ্য হলো এ আইনসভার মাধ্যমে পথচারীদের জন্য গ্রান ভিয়ার রাস্তা উন্মুক্ত করে দেয়া। -দ্য ইনডিপেন্ডেন্ট
×