ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুর্নীতির প্রমাণ নেই ॥ পার্ক জুনের আইনজীবী

প্রকাশিত: ০৪:০১, ৬ জানুয়ারি ২০১৭

দুর্নীতির প্রমাণ  নেই ॥ পার্ক জুনের আইনজীবী

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জুন নিয়ে-হাইয়ের অভিশংসন বিচার চলাকালে বৃহস্পতিবার তার আইনজীবীরা যুক্তিতর্ক তুলে ধরে বলেছেন, প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পক্ষে কোন প্রমাণ নেই। দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে পার্ক জিউন হাই বর্তমানে ক্ষমতা হারানোর হুমকির মুখে রয়েছেন। খবর এএফপির। দক্ষিণ কোরিয়ায় বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির ঘটনায় প্রেসিডেন্টের হাত থাকার অভিযোগ ওঠায় গত মাসে পার্লামেন্ট পার্ককে অভিশংসিত করার পক্ষে ভোট দেয়। এর আগে ক্ষমতা থেকে চলে যাওয়ার দাবিতে প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রতিসপ্তাহে লাখ লাখ বিক্ষোভকারী রাজপথে নেমে আসে। পার্কের বিরুদ্ধে অভিযোগ তার দীর্ঘদিনের বন্ধু চই সুন-ইল ক্ষমতার অপব্যবহার করে দেশের বিভিন্ন কোম্পানির কাছ থেকে জোরপূর্বক লাখ লাখ ডলার আদায় করেন। এ অভিশংসন মামলার প্রথম পূর্ণ শুনানি চলাকালে জাতীয় পরিষদ সংবিধান লঙ্ঘন করায় পার্ককে অভিযুক্ত করে। মঙ্গলবার সাংবিধানিক আদালতের প্রাথমিক শুনানিতে পার্ক উপস্থিত থাকতে না পারায় তা কিছুটা সংক্ষিপ্ত করে বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করা হয়। পার্কের আইনজীবীরা ভোট বাতিল করার আবেদন জানিয়ে বলেন, প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের পক্ষে কোন প্রমাণ নেই।
×