ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত, আজ নির্বাচন

প্রকাশিত: ০৮:০৯, ৩১ ডিসেম্বর ২০১৬

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত, আজ নির্বাচন

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় প্রেসক্লাবের ২১তম দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব মিলনায়তনে শুক্রবার সকাল থেকে শুরু হয়ে এ সভা দুপুরে শেষ হয়। সভায় জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে এতে সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী ও কোষাধ্যক্ষ কার্তিক চ্যাটার্জী তাদের প্রতিবেদন পেশ করেন। সাধারণ সভায় জানানো হয়, বর্তমানে জাতীয় প্রেসক্লাবের সদস্য সংখ্যা এক হাজার ৩২৬। এর মধ্যে এক হাজার ২৫৪ স্থায়ী ও ৭২ সহযোগী সদস্য। ২০১৫ সালের ২৮ মে থেকে ২০১৬ সালের ৩০ নবেম্বর পর্যন্ত বর্তমান ব্যবস্থাপনা কমিটি সদস্য সংখ্যা বাড়িয়ে এক হাজার ৩২৬ করেছে। অর্থাৎ বর্তমান কমিটির আমলে প্রেসক্লাবের সদস্য প্রায় দ্বিগুণ হয়েছে। সাধারণ সভায় দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির নেতা মনজুরুল আহসান বুলবুল, আমিরুল ইসলাম কাগজী, দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, আজিজুল ইসলাম ভুইয়া, আশরাফ আলী, ফরিদ হোসেন, শামসুল হক দুররানি, হাসান আরেফিন, শামসুদ্দিন আহমেদ চারু প্রমুখ সভামঞ্চে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ইলেক্ট্রনিক পদ্ধতিতে ভোটগ্রহণ হবে। দ্বিবার্ষিক এ নির্বাচনে ৫ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার। কমিটির অন্য সদস্যরা হলেন মোঃ মোস্তফা-ই-জামিল, জাফর ইকবাল, শাহ আলমগীর ও মোঃ নাসির উদ্দিন।
×