ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভার্সিটি ছাত্র কপিল বাড়ৈ হত্যার প্রধান আসামি সিলেট থেকে গ্রেফতার

প্রকাশিত: ০৫:৫৩, ৩০ ডিসেম্বর ২০১৬

ভার্সিটি ছাত্র কপিল বাড়ৈ হত্যার প্রধান আসামি সিলেট থেকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ভাটারায় বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র কপিল বাড়ৈ হত্যার প্রধান আসামি গ্রেফতার হয়েছে। এদিকে হাজারীবাগে এক চাল ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর ভাটারায় বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ছাত্র কপিল বাড়ৈ হত্যার প্রধান আসামি মোঃ নাজমুল হককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান এ তথ্য জানান। তিনি জানান, বুধবার গভীর রাতে সিলেট জেলার শাহপরান থানার মুরাদপুর এলাকা থেকে নাজমুলকে গ্রেফতার করা হয়। মাসুদুর রহমান জানান, পূর্বপরিচিত বিশ্ববিদ্যালয় ছাত্র কপিল বাড়ৈর পরিবারের কাছ থেকে অর্থ আদায়ের জন্য তাকে অপহরণ করা হয়। এরপর কপিল বাড়ৈকে বারিধারার জে ব্লকের নির্মাণাধীন একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। ওই ভবনে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে কপিলের মৃত্যু নিশ্চিত করে। এরপর কোমরের বেল্ট বালুর বস্তার সঙ্গে পেঁচিয়ে তার লাশ রিজার্ভ পানির ট্যাঙ্কিতে ডুবিয়ে গুম করার চেষ্টা চালায়। দুই দিন পর তার লাশ সেখান থেকে উদ্ধার করে পুলিশ। উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির শিক্ষার্থী কপিল বাড়ৈ নিখোঁজ হওয়ার পর তার বাবা ভাটারা থানায় একটি জিডি করেন। চুরি ॥ পুরান ঢাকার হাজারীবাগে চাল ব্যবসায়ী মোজাম্মেল হোসেন উজ্জ্বলের বাড়িতে দুর্ধর্ষ চুরির অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা ওই বাড়ির তালা ভেঙ্গে নগদ আড়াই লাখ টাকা ও ৬৫ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে। ব্যবসায়ী উজ্জ্বল জানান, তিনি ও তার ছোটভাই নিজবাড়ি হাজারীবাগের নিলাম্বর সাহার ৩৭ নম্বর পাঁচতলা ভবনের তৃতীয়তলায় থাকেন। তিনি জানান, চুরির সময় তারা সপরিবারে বাড়ির বাইরে ছিলেন। বৃহস্পতিবার দুপুরে ঘরে ফিরে দেখেন তালা খোলা, ঘরের মালামাল ছড়িয়ে ছিটিয়ে আছে। উজ্জ্বল দাবি করেন, নগদ ২ লাখ ৫৫ হাজার টাকা ও প্রায় ৬৫ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। তিনি জানান, বাবুবাজারে তার চালের আড়ত রয়েছে। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আলিমুজ্জামান জনকণ্ঠকে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযোগ পেয়েছেন। জমিজমার বিরোধ নিয়ে এর আগে পাশের বাড়ির লোকদের সঙ্গে উজ্জ্বলের ঝগড়া হয়েছে। ওই বাড়িতে শ্রমিকরা কাজ করছেন। এতকিছুর পর ওই বাড়িতে চুরি হয়েছে। তবে নানান বিষয় মাথায় নিয়ে তদন্ত শুরু হয়েছে।
×