ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অস্ত্র কেনায় শীর্ষে সৌদি আরব, দ্বিতীয় ভারত

প্রকাশিত: ০৬:০৮, ২৯ ডিসেম্বর ২০১৬

অস্ত্র কেনায় শীর্ষে সৌদি আরব, দ্বিতীয় ভারত

অস্ত্র কেনায় বিশ্বে শীর্ষ দেশ সৌদি আরব, দ্বিতীয় ভারত। কনভেনশনাল আর্মস ট্রান্সফার টু ডেভেলপিং ন্যাশনস শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস (সিআরএস) তাদের প্রতিবেদনে জানিয়েছে, ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত ৩৪ হাজার কোটি ডলারের অস্ত্র কিনেছে ভারত। একই সময়ে সৌদি আরব কিনেছে ৯৩ হাজার ৫০০ কোটি ডলারের অস্ত্র। খবর হিন্দুস্তান টাইমসের। প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর ওপর গুরুত্ব দিয়েছে ভারত। এ লক্ষ্যে সর্বাধুনিক প্রযুক্তির অস্ত্রের মজুত বাড়াচ্ছে দেশটি। তবে প্রথম অবস্থানে থাকা সৌদি আরব ভারতের চেয়ে প্রায় ৬০ হাজার কোটি ডলার বেশি মূল্যের অস্ত্র কিনেছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি স্বাধীন গবেষণা বাতায়ন সিআরএস। বিশ্বের অস্ত্রবাজার ও অস্ত্র কেনাবেচার ওপর বৃহৎ ধারণা নিয়ে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা যাতে সিদ্ধান্ত নিতে পারেন, সে বিষয়টি মাথায় নিয়ে অনেক ইস্যুকে প্রতিবেদনে গুরুত্ব দিয়েছে সিআরএস।
×