ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জেলা পরিষদ নির্বাচন শেষ

প্রকাশিত: ২৩:৪১, ২৮ ডিসেম্বর ২০১৬

জেলা পরিষদ নির্বাচন শেষ

স্টাফ রিপোর্টার ॥ দেশে প্রথমবারের মতো শুরু হওয়া জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে; এখন চলছে গণনার কাজ। এই রিপোর্ট লেখার সময় কিছু জেলা থেকে আংশিক আবার কোন কোন জেলার পুরো ফলাফল বেসরকারিভাবে ঘোসণা করা হয়েছে। জেলা সংবাদদাতাদের পাঠানো তথ্যে এ খবর জানা গেছে। ৬১টি জেলায় এক যোগে এই নির্বাচন আয়োজন করে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত চলে ভোট উৎসব। শান্তিপূর্ণভাবে অধিকার প্রয়োগ করেন স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা। দেশের প্রতিটি স্থানেই সকাল ৯টায় ভোট শুরু হলেও ভোটারের উপস্থিতি তেমন ছিল না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে উপস্থিতি। কোথাও কোথাও দেখা যায়, শেষ সময়ের ভিড়ও। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ রাজধানীর আজিমপুরের একটি কেন্দ্র ঘুরে দেখেন। বলেন, শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে। ইসি সচিব মুহাম্মদ আবদুল্লাহর মতে, নির্বাচনটি অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে ছিলেন। জেলার অন্তর্ভুক্ত সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং ইউপির চেয়ারম্যান ও সদস্যরা প্রত্যক্ষ ভোটে জেলা পরিষদ প্রতিনিধি নির্বাচন করবেন। ইতোমধ্যে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় ২২ জন চেয়ারম্যান পদে নির্বাচত হয়েছেন। জেলা পরিষদের ৬১ জেলায় ৬৩ হাজার ১শ ৪৩ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৪৮ হাজার ৩শ ৪৩ জন এবং নারী ভোটার ১৪ হাজার ৮শ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৮শ ৩৬টি। আর কক্ষ ছিল এক হাজার ৮শ ৩০টি। প্রতিটি জেলা ও উপজেলায় ওয়ার্ডভিত্তিক ভোটকেন্দ্র স্থাপন করা হয়।
×