ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বার্লিন হামলাকারীর সঙ্গীদের ধরতে জার্মানিতে ব্যাপক অভিযান

প্রকাশিত: ০৩:৪৩, ২৫ ডিসেম্বর ২০১৬

বার্লিন হামলাকারীর সঙ্গীদের ধরতে  জার্মানিতে  ব্যাপক অভিযান

জার্মানিতে শনিবার বার্লিনে সন্দেহভাজন ট্রাক হামলাকারীর সম্ভাব্য সঙ্গীদের ধরতে ব্যাপক অভিযান চালানো হচ্ছে। মিলানে ইতালির পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হামলাকারী নিহত হওয়ার একদিন পর এ অভিযান শুরু হয়েছে। জার্মানির অধিকাংশ মানুষ বড়দিনের উৎসব পালনের প্রস্তুতিতে ব্যস্ত থাকা সত্ত্বেও কয়েক শ’ তদন্ত কর্মকর্তা এ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। সোমবার তিউনিসিয়ান আনিস আমরি (২৪) বার্লিনে ট্রাক হামলা চালিয়ে ১২ জনকে হত্যা করে। জিহাদীগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ ঘটনার দায়িত্ব স্বীকার করেছে। ধারণা করা হচ্ছে হামলাকারী ট্রাকটি ছিনতাই করে এ হামলা চালায়।
×