ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এএফএমসির ১৪তম কাউন্সিল অব দি কলেজ সভা

প্রকাশিত: ০৫:২২, ২২ ডিসেম্বর ২০১৬

এএফএমসির ১৪তম কাউন্সিল অব দি কলেজ সভা

আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের (এএফএমসি) ১৪তম ‘কাউন্সিল অব দি কলেজ সভা’ বুধবার ঢাকা সেনানিবাসের এএফএমসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সেনাবাহিনী প্রধান ও চেয়ারম্যান অব দি কাউন্সিল অব দি কলেজ জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক সভায় সভাপতিত্ব করেন। সভায় এএফএমসির বাজেট, ভর্তি প্রক্রিয়া, এএমসি ক্যাডেট প্রথা অবলুপ্তি, এএফএমসি ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালের মধ্যে সম্পাদিত সমঝোতা স্মারক ও কলেজ পরিচালনা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাহফুজুর রহমান, ডিজিএমএস মেজর জেনারেল এসএম মোতাহার হোসেন, সেনাবাহিনীর এ্যাডজুট্যান্ট জেনারেল মোঃ মতিউর রহমান, কমান্ড্যান্ট এএফএমসি, মেজর জেনারেল মোঃ ফসিউর রহমান ছাড়াও প্রতিরক্ষা, অর্থ, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তা ও কাউন্সিলের সদস্যবৃন্দ এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এএফএমসি দেশের একমাত্র বাধ্যতামূলক আবাসিক সরকারী চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান। -আইএসপিআর তুষারে ঢাকা গোলান মালভূমি কৌশলগত দিকে খুবই গুরুত্বপূর্ণ ইসরাইল অধিকৃত গোলান মালভূমি। এ অঞ্চলটি এখন তুষারে ঢাকা পড়েছে। সেখানে মাউন্ট হারমন স্কি রিসোর্টের একটি ঢালে লোকজন র‌্যাফটে চড়ে আনন্দ-উল্লাস করছে। -এএফপি পাখি নিয়ে ব্যস্ত সিরীয় শিশু সিরিয়ার উত্তরাঞ্চলীয় নগরী আলেপ্পোর সর্বশেষ বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা থেকে ছোট্ট এই শিশুটিকে উদ্ধার করা হয়। সে গত মঙ্গলবার যুদ্ধকবলিত নগরীটির পশ্চিমে খান আসালে পৌঁছে তার খাঁচার পাখিদের নিয়ে খেলছে। রেডক্রসের হিসাবে, গত সপ্তাহে উদ্ধার কার্যক্রম শুরুর পর আলেপ্পোর পূর্বাঞ্চল থেকে ২৫ হাজার লোক অন্যত্র গেছে। -এএফপি
×