ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে টাকা চুরির সময় দুই ইরানী আটক

প্রকাশিত: ০৮:২৪, ১৫ ডিসেম্বর ২০১৬

বাংলাদেশ ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে টাকা চুরির সময় দুই ইরানী আটক

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের ক্যাশ কাউন্টার থেকে টাকা চুরির সময় বুধবার হাতেনাতে আটক হয়েছে দুই ইরানী। বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের নিচতলার ক্যাশ কাউন্টার থেকে এক লাখ টাকার একটি বান্ডিল সরানোর সময় তারা ধরা পড়েন। দুই ইরানী হলেন কারাম (৫৫) ও মোস্তফা (৩৬)। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বলেন, ক্যাশ কাউন্টার থেকে কিছু টাকা নেয়ার সময় দুই ইরানীকে আটক করা হয়েছে। পরে সিসিটিভির ফুটেজ দেখে নিশ্চিত হওয়া গেছে, তারা চুরির উদ্দেশ্যে টাকা নিচ্ছিল। এরপর মতিঝিল থানাকে খবর দিয়ে তাদের পুলিশে হস্তান্তর করা হয়েছে। ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি আনোয়ার হোসেন বলেন, আটককৃতদের বৃহস্পতিবার আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে। মতিঝিল থানার ওসি ওমর ফারুক রাতে টেলিফোনে বলেন, ক্যাশ কাউন্টার থেকে টাকা নেয়ার অভিযোগে ওই দুই বিদেশীকে বাংলাদেশ ব্যাংক থানায় হস্তান্তর করেছে। বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। এখনও মামলা হয়নি।
×