ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অনুর্ধ-১৪ জাতীয় মহিলা ফুটবলের চূড়ান্তপর্ব শুরু

উদ্বোধনী দিনে ঠাকুরগাঁও-সাতক্ষীরার জয়

প্রকাশিত: ০৬:২৪, ৬ ডিসেম্বর ২০১৬

উদ্বোধনী দিনে ঠাকুরগাঁও-সাতক্ষীরার জয়

স্পোর্টস রিপোর্টার ॥ জাপান ফুটবল এ্যাসোসিয়েশনের (জেএফএ) পৃষ্ঠপোষকতায় ও ওয়ালটন গ্রুপের সহায়তায় গত ২৭-২৯ নবেম্বর পর্যন্ত দেশের সাতটি ভেন্যুতে অনুষ্ঠিত হয় জেএফএ অনুর্ধ-১৪ মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব। যোগ্যতার প্রমাণ দিয়ে আটটি দল চূড়ান্তপর্বে স্থান করে নিয়েছে। তাদের নিয়ে সোমবার থেকে শুরু হয়েছে প্রতিযোগিতার চূড়ান্তপর্ব। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোঃ মোস্তফা কামাল স্টেডিয়ামে চূড়ান্তপর্বের উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। উদ্বোধনী দিনের ম্যাচে খাগড়াছড়িকে ৩-০ গোলে হারায় ঠাকুরগাঁও জেলা। বিজয়ী দলের আবুরি মুন্নি হ্যাটট্রিক করে। দ্বিতীয় ম্যাচে সাতক্ষীরা জেলা ৪-০ গোলে হারায় কুষ্টিয়া জেলাকে। বিজয়ী দলের পারভিন সুলতানা হ্যাটট্রিক করে। অপর গোলটি করে নাসরিন। মুন্সীগঞ্জে বিজয় দিবস টি২০ ক্রিকেট স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে বিজয় দিবস টি২০ ক্রিকেট জাঁকজমকভাবে শুরু হয়েছে। সোমবার মিরকাদিম গ্রীন ওয়েল ফেয়ার মাঠে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ। উদ্বোধনী খেলায় মুন্সীগঞ্জ সদর উপজেলা একাদশ জয়ী হয়েছে। তারা ১৯ রানে টঙ্গীবাড়ি উপজেলা একাদশকে পরাজিত করে। বিজয়ী দল টসে জিতে ব্যাট করতে নেমে ৮ ইউকেটে ১৩৩ রান সংগ্রহ করে। জবাবে টঙ্গীবাড়ি ১১৪ রানে আউট হয়ে যায়। বিজয়ী দলের সানী ৩ ওভারে ৬ রান দিয়ে ৪ চার উইকেট সংগ্রহ করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। জেলা ক্রীড়া সংস্থা প্রথমবারের মতো এই আয়োজন করেছে। আয়োজন ঘিরে সর্বত্র উৎসব আমেজ বিরাজ করছে। চাঙ্গা হতে দুবাইয়ে ইংলিশরা! স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাটিতে পাকিস্তানের সঙ্গে সিরিজটা শুরু হয়েছিল গত জুলাইয়ে। এরপর বাংলাদেশ হয়ে ইংলিশরা এখন ভারত সফরে। দীর্ঘ এই সিরিজটা চলবে ২০১৭’র ফেব্রুয়ারি পর্যন্ত। তিন টেস্ট শেষে পাঁচ ম্যাচের সিরিজে এ্যালিস্টার কুকের দল ২-০তে পিছিয়ে। মোহালিতে তৃতীয় টেস্ট শেষ হয়েছে সেই ২৯ নবেম্বর। ৮ ডিসেম্বর মুম্বাইয়ে চতুর্থটি শুরু হবে। সিরিজ বাঁচানোর কঠিন লড়াইয়ে নামার আগে চাঙ্গা করে তুলতে ক্রিকেটারদের তাই দুবাইয়ে ছুটিতে পাঠায় ইংল্যান্ড ম্যানেজমেন্ট। কুকদের মোট ৫ দিনের ছুটিতে বিলাসবহুল দুবাইকেই বেছে নেয়া হয়। সেখানে ক্রিকেটাররা তাদের পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পান। টেস্ট অধিনায়ক এ্যালিস্টার কুক ইংলিশ বোর্ডকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমাদের জন্য এই বিশ্রামটি দরকার ছিল। আমরা অনেকদিন ধরেই খেলার মধ্যে আছি। এই বিরতি আমাদের পরের দুটি ম্যাচ ভাল খেলতে সাহায্য করবে। আমরা আরও ভালভাবে নিজেদের মনোযোগ ধরে রেখে খেলতে পারব।’ এই ক’দিন ক্রিকেটাররা যে যার মতো করে সময় কাটানর সুযোগ পেয়েছেন বলে জানিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ড (ইসিবি)। প্রথম তিন ম্যাচের কোনটিতেই জিততে পারেনি সফরকারী ইংল্যান্ড। সিরিজ বাঁচাতে আর নিজেদের মনোযোগ ধরে রাখতেই কুলিন ইংলিশ বোর্ডের এমন সিদ্ধান্ত। মুম্বাই টেস্টে দলে একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
×