ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সন্ধ্যা পৌনে ৬টায় মুখোমুখি সাকিব-মাহমুদুল্লাহ

ঢাকা-খুলনা ফাইনালে ওঠার লড়াই আজ

প্রকাশিত: ০৬:১৯, ৬ ডিসেম্বর ২০১৬

ঢাকা-খুলনা ফাইনালে ওঠার লড়াই আজ

মোঃ মামুন রশীদ ॥ এ ম্যাচটি থেকেই শিরোপার সুবাস ছড়ানো শুরু। কারণ বিজয়ী দলটি সবার আগে পৌঁছে যাবে শিরোপার মাত্র এক ধাপ আগে। লীগ পর্ব শেষে এটা নিশ্চিতভাবেই বলা যায় এবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল টি২০) শিরোপার অন্যতম দাবিদার হয়ে উঠেছে তারকাসমৃদ্ধ ঢাকা ডায়নামাইটস। লীগ পর্বে ১২ ম্যাচের আটটিতেই জিতে ১৬ পয়েন্ট নিয়ে এক নম্বর দল হিসেবে শেষ চারে উঠেছে তারা। আজ ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম কোয়ালিফায়ারে লীগ পর্বে দ্বিতীয় স্থান দখল করা খুলনা টাইটান্সের বিরুদ্ধে মুখোমুখি হবে ঢাকা। লড়াইটা মাহমুদুল্লাহ রিয়াদের বিরুদ্ধে সাকিব আল হাসানের প্রতিশোধেরও। লীগ পর্বের শেষ ম্যাচে এবং প্রথম সাক্ষাতে সাকিবের ঢাকাকে দুইবারই পরাজিত করেছে মাহমুদুল্লাহর খুলনা। আজ জিতলেই ফাইনালে ওঠার সুযোগ। সেটা ঢাকার বিরুদ্ধে হ্যাটট্রিক জয় তুলে নিয়ে করতে উন্মুখ থাকবে খুলনা। আর ঢাকা প্রতিশোধ নিতে চাইবে। তবে পরাজিত দলের সুযোগ থাকবে আরেকটি, এলিমিনেটর ম্যাচের বিজয়ী দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ারে বুধবার মুখোমুখি হবে ফাইনালে ওঠার। ম্যাচটি মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা পৌনে ৬টায় শুরু হবে। লীগ পর্বে প্রথম দেখায় খুলনার কাছে ৯ রানে হেরে গিয়েছিল তারকায় ঠাসা দল ঢাকা। ম্যাচটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। দ্বিতীয় সাক্ষাতে রবিবার লীগ পর্বের শেষ ম্যাচে অগ্নিপরীক্ষার মধ্যে ছিল খুলনা। হারলেই লীগ পর্ব থেকে ছিটকে পড়তে হতো। কিন্তু সেই ম্যাচে ৬ উইকেটে জয় তুলে নিয়ে উল্টো দ্বিতীয় সেরা দল হিসেবেই শেষ চারে পা রাখে। সে কারণে ফাইনালে ওঠার সুযোগ দুইবার পাবে তারা। ফরমেট অনুসারে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত হলেও সে দলের সুযোগ থাকবে মঙ্গলবার দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে ফাইনালে ওঠার। কিন্তু প্রথম সুযোগটাই নিতে চায় খুলনা আর ঢাকা। আগেভাগে ফাইনালে উঠে নিজেদের শিরোপা জয়ের ক্ষেত্রে ভালভাবে প্রস্তুত করতে চায়। খুলনা গ্রুপ পর্বে ৭ জয় পেয়েছে। একেবারে শেষ মুহূর্তে শেষ চারে উঠেছে। আর সেই ম্যাচে নিজেদের সেরা খেলাটাই উপহার দিয়েছে দলটি। লীগ পর্বের শেষ ম্যাচের আগ পর্যন্ত সর্বোচ্চ দলীয় রান ছিল তাদের ১৫৭। কিন্তু ঢাকার বিরুদ্ধে কঠিন পরীক্ষার ম্যাচে ১৫৯ রান তাড়া করে জয় তুলে নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছে নিজেদের শক্তিমত্তা সম্পর্কে জেনে। সেটাই বলেছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, ‘আমার মনে হয় এই জয়টা আমাদের আরও আত্মবিশ্বাসী করে তুলবে। দলের খেলোয়াড়রা বুঝতে পেরেছেন যে তাদের সামর্থ্য আছে বড় রান তাড়া করে জেতার। কোয়ালিফায়ার ম্যাচে এটাই আমাদের অনুপ্রেরণা জোগাবে।’ গত আসরে মাহমুদুল্লাহ শিরোপার কাছাকাছি গিয়েও সেটা হাতে তুলতে পারেননি। বরিশাল বুলসকে দারুণ নেতৃত্ব দিয়ে তুলেছিলেন ফাইনালে। কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরে রানার্সআপ হতে হয়েছিল। এবারও খুলনা দলটি কাগজে-কলমে তেমন শক্তিধর নয়। এরপরও মাহমুদুল্লাহর যোগ্য নেতৃত্ব এবং ব্যাটে-বলে দুর্দান্ত নৈপুণ্যের কারণে নবাগত দল হয়েও শেষ চারে উঠেছে খুলনা। এবার আরেকটি জয় প্রয়োজন। সেটা আজকের কোয়ালিফায়ারেই করতে চান মাহমুদুল্লাহ। কারণ সেক্ষেত্রে চিন্তামুক্ত হতে পারবে দলের সবাই। একটা সময় শীর্ষস্থানও দখল করেছিল খুলনা। কিন্তু সেটা ধরে রাখতে পারেনি ঢাকায় তৃতীয় ও শেষ পর্বটা বাজে হওয়ার কারণে। টানা তিন ম্যাচ হেরে লীগ পর্ব থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়া দলটি শেষ ম্যাচে ঢাকার বিরুদ্ধে মাহমুদুল্লাহর দুর্দান্ত অর্ধশতকে জয় তুলে নিয়ে শেষ চারে ওঠে। ঢাকা পুরো আসরেই দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছে। সবার আগে শেষ চার নিশ্চিত করে দলটি। তখনও দুই ম্যাচ বাকি ছিল। চট্টগ্রামে দ্বিতীয় পর্বে দুটি ম্যাচ হেরে পিছিয়ে পড়লেও ঢাকায় ফিরতি পর্বে নিজেদের আবার শীর্ষস্থানে নিয়ে গেছে সাকিবের দল। কুমার সাঙ্গাকারা, ডোয়াইন ব্রাভো, এভিন লুইস, আন্দ্রে রাসেলরা আছেন এ দলটিতে। এছাড়া স্থানীয়দের মধ্যে মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেনরা আছেন। এবার দলটির হয়ে দারুণ নৈপুণ্য দেখিয়ে নজর কেড়েছেন ওপেনার মেহেদি মারুফ। ধারাবাহিকভাবে রান করে গেছেন তিনি। আর সে কারণেই ফলাফল বারবারই ঢাকার পক্ষে এসেছে। যদিও অধিনায়ক ও বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব এবার ব্যাটে-বলে তেমন নৈপুণ্য দেখাতে পারেননি। কিন্তু সেটার প্রভাব পড়েনি দীর্ঘ ব্যাটিং লাইনআপ এবং বোলারদের দারুণ নৈপুণ্যে। এবার খুলনার বিরুদ্ধে প্রতিশোধের মিশন। লীগ পর্বে চারটি হারের মধ্যে দুটিই খুলনার বিরুদ্ধে। ঢাকার ফ্র্যাঞ্চাইজি পরিবর্তন হয়েছে গত আসরে। এর আগে টানা দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল তারা গ্ল্যাডিয়েটর্স নামে। এবার শিরোপা আবার নিজেদের ঘরে রাখার সুযোগ ঢাকার। ব্যালান্সড দল হিসেবে এবার তারাই হট ফেবারিট সেটা লীগ পর্বেই পরিষ্কার হয়ে গেছে। ১২ ম্যাচের মধ্যে ৮ জয় নিয়ে ১৬ পয়েন্টে এক নম্বর দল হিসেবে খুলনার বিরুদ্ধে আজ শোধ তুলে নিতে উন্মুখ তারা।
×