ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

থাইল্যান্ডের নতুন রাজার নাম ঘোষণার প্রক্রিয়া শুরু

প্রকাশিত: ১৮:৩৫, ৩০ নভেম্বর ২০১৬

থাইল্যান্ডের নতুন রাজার নাম ঘোষণার প্রক্রিয়া শুরু

অনলাইন ডেস্ক ॥ থাইল্যান্ডের নতুন রাজা হিসেবে রাজপুত্র মাহা ভাজিরালংকর্নের নাম ঘোষণার প্রক্রিয়া শুরু করেছে দেশটি। মাহা ভাজিরালংকর্নের কাছে দেশটির পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পাঠানোর বিষয়টি অনুমোদন করেছে। সিংহাসনে আরোহণের আগে তাকে এই আমন্ত্রণ গ্রহণ করতে হবে। ধারণা করা হচ্ছে থাইল্যান্ডের পার্লামেন্টের নেতারা আগামী কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিক আমন্ত্রণ নিয়ে রাজপুত্রের সঙ্গে সাক্ষাত করবেন। রাজপুত্র সেই আমন্ত্রণ গ্রহণ করার পর নতুন রাজা হিসেবে তার নাম ঘোষণা করা হবে। বর্তমানে রাজপ্রতিনিধি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী প্রেম তিনসুলানন্দা দায়িত্ব পালন করছেন। প্রচলিত নিয়ম রাজপুত্র ভাজিরালংকর্নই পিতার উত্তরসূরি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বলেই জানা যায়। কিন্তু এর আগে দেশটির কর্মকর্তারা জানিয়েছিলেন, রাজপুত্র চান নতুন রাজা হিসেবে দায়িত্বগ্রহণের বিষয়টি অন্ততপক্ষে একবছর স্থগিত রাখা হোক। তিনি রাজা হওয়ার আগে রাজা ভূমিবল আদুলিয়াদেজের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার জন্য থাই জনগণকে সময় দিতে চান। তখন এই কারণই আনুষ্ঠানিকভাবে জানানো হয়। উল্লেখ্য চলতি বছরের ১৩ অক্টোবর দেশটির রাজা ভূমিবল আদুলিয়াদেজের মৃত্যু হয়। তার মৃত্যুতে থাইল্যান্ড জুড়ে এখনো শোকের ছায়া রয়ে গেছে।
×