ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধারাবাহিক নাটক ‘বৃষ্টিদের বাড়ি’

প্রকাশিত: ০৫:৪৭, ২৯ নভেম্বর ২০১৬

ধারাবাহিক নাটক ‘বৃষ্টিদের বাড়ি’

স্টাফ রিপোর্টার ॥ স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশনে প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯-০৫ মিনিটে প্রচার হচ্ছে বিশেষ ধারাবাহিক নাটক ‘বৃষ্টিদের বাড়ি’। মাসুম শাহরীয়ার রচিত নাটকটি পরিচালনা করেছেন তরুণ মেধাবী নির্মাতা আবু হায়াত মাহমুদ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ড. ইনামুল হক, চঞ্চল চৌধুরী, ফারুক আহমেদ, মুনিরা ইউসুফ মেমী, মনিরা মিঠু, এফএস নাঈম, নাদিয়া আহমেদ, মৌসুমি হামিদ, সোনিয়া হোসেন, নোভা, শাহেদ আলী, শবনম ফারিয়া, ফারহান আহমেদ জোভান, শেখ মাহবুবুর রহমান, শহিদুল্লাহ সবুজ, আইরিন আফরোজ, সুজাত শিমুল প্রমুখ। নাটকের চিত্রগ্রহণ করেছেন বিশ্বজিত দত্ত ও বিএম নাজমুল, সম্পাদনায় জাহিদুল ইসলাম সুমন। নাটকের প্রধান সহকারী পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান জুলহাস। টেলিহোম প্রযোজিত ‘বৃষ্টিদের বাড়ি’ নাটকের নির্বাহী প্রযোজক আলী বশির। নাটকের গল্পে দেখা যাবে, বাড়ির বড় মেয়ের নাম বৃষ্টি। এখন সে এ বাড়িতে থাকে না। প্রায় তিরিশ বছর আগে আশ্বিন মাসের এক দুপুরবেলা মাত্র ১২ বছর বয়সে বাবার সঙ্গে অভিমান করে কোথায় যে চলে যায় বৃষ্টি, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সেই থেকে এ বাড়ির পরিচয় বৃষ্টিদের বাড়ি। বৃষ্টিদের বাড়ির গল্পে আর সবাই আছে, শুধু বৃষ্টি নেই। গল্পটি একটি মধ্যবিত্ত পরিবারের আধুনিক হয়ে উঠতে উঠতে পার করা সব টনাপোড়েনের গল্প। নাটকের এই চারিত্রিক বিন্যাসে একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের আধুনিক হয়ে ওঠার গল্প দেখা যাবে। গল্পের প্রতিটি চরিত্রের অন্তর্গত রসকে প্রাধান্য দেয়া হয়েছে। চরিত্রের দুঃখকষ্টগুলোও রসের মাত্রায় বিন্যস্ত করার চেষ্টা রয়েছে। অনেকদিন আগে এ বাড়ির জায়গাটি কেনা হয়েছিল। তখন জায়গাটি ছিল ঢাকা শহরের অনেক বাইরে। এ বাড়িটির কারণেই পরিবারটি আজ ভাবতে পারে তারা ঢাকা নামের রাজধানী শহরের আভিজাত্যের অংশীদার। গ্রামের শেকড় যদিও এখনও বিলীন হয়নি পুরোপুরি। কিন্তু এ শহরের আভিজাত্যের সঙ্গে তাল মেলানোটা দিন দিন কঠিন হয়ে পড়েছে। কিন্তু চেষ্টার কমতি নেই কারও। এ গল্প কতগুলো ব্যক্তিগত স্বপ্নের একটি কাঠামো। বর্তমান সময়ে একটা যৌথ পরিবার কিভাবে ঢাকা শহরে টিকে আছে এটা যেন একটা রহস্য।
×