ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জেলা পরিষদ নির্বাচন

সাতক্ষীরা আওয়ামী লীগে দ্বন্দ্ব ॥ পাল্টা কর্মসূচী

প্রকাশিত: ০৩:৫৭, ২৯ নভেম্বর ২০১৬

সাতক্ষীরা আওয়ামী লীগে দ্বন্দ্ব ॥ পাল্টা কর্মসূচী

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে বিভক্ত হয়ে পড়েছে জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই মনোনয়ন নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক নজরুল ইলামের পক্ষে পাল্টা-পাল্টি কর্মসূচী পালিত হয়েছে। সভাপতি ও সম্পাদকের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নিলেও কেউই এই দ্বন্দ্বের কথা স্বীকার করতে নারাজ। মনোনয়ন বঞ্চিত আওয়ামী লীগের জেলা সম্পাদক নজরুল ইসলাম ইতোমধ্যে নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঘোষণা দিয়েছেন। তার দাবি, ভোটাররা তাকে জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য অনুরোধ করছেন। এদিকে দলের মনোনয়ন প্রাপ্ত জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বলেন, দলের মধ্যে বিভাজন সৃষ্টি করতে একটি গোষ্ঠী শেখ হাসিনার দেয়া দলীয় সিদ্ধান্ত অমান্য করে কর্মকা- চালাচ্ছে। তারা কোন দিন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতে পারে না। আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরা জেলা পরিষদের বর্তমান প্রশাসক জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহম্মেদকে পুনরায় কেন্দ্র থেকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। এরই প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েছেন দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সমর্থিত নেতাকর্মী ও চেয়ারম্যান মেম্বররা। জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা রবিবার সন্ধ্যায় বিক্ষোভে অংশ নিয়ে এই মনোনয়ন বাতিলের দাবি জানান। বিক্ষোভে অংশ নেন শতাধিক ইউপি সদস্য। মিছিল থেকে মুনসুর আহমেদকে দেয়া মনোনয়ন প্রত্যাহার করে সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে মনোনয়ন দেয়ার দাবি জানানো হয়। এদিকে নজরুর ইসলামের পক্ষে মিছিল সমাবেশ হওয়ার পাল্টা কর্মসূচীতে সোমবার দুপুরে সভাপতি মুনসুর আহম্মেদের পক্ষে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে নেতাকর্মীরা। এদিকে জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন নিয়ে মনোনয়ন প্রাপ্ত ও মনোনয়ন বঞ্চিত সভাপতি ও সম্পাদকের মধ্যে বিভাজন প্রকাশ্য রূপ নেয়ায় জেলা কমিটির ডাকা মঙ্গলবারের দলের সভার নোটিসে স্বাক্ষর করেননি সাধারণ সম্পাদক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এমন অভিযোগ করেন সভাপতি মুনসুর আহমেদ। তবে সভাপতি ও সম্পাদকের মধ্যে দ্বন্দ্বের কথা অস্বীকার করে তিনি সোমবার জনকণ্ঠকে বলেন, জেলা সেক্রেটারি নজরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে তিনি শুনেছেন।
×