ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অ ন্য র ক ম

প্রকাশিত: ০৩:২৫, ২৯ নভেম্বর ২০১৬

অ ন্য র ক ম

বরপণে আজব দাবি নতুন নোটের সঙ্কটে ভুগছে পুরো ভারত। এ কারণে হাতে পর্যাপ্ত অর্থ না থাকায় কাটছাঁট হচ্ছে বিয়ের আয়োজনে, কমছে জৌলুসও। তবে মুজাফফরনগরে স্রেফ নতুন নোটের কারণেই ভেঙ্গে গিয়েছে বিয়ে। কনের বাবা জানান, বিয়েতে পাত্রপক্ষের দাবি ছিল একটি গাড়ি ও বরপণ বাবদ নগদ অর্থ। তবে সেই অর্থ দিতে হবে নতুন নোটে। মেয়ের বিয়ে যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তারজন্য চেষ্টার কসুর করেননি বাবা। কিন্তু বিয়ের ঠিক একদিন আগে বরপণের অর্থ নতুন নোটে না পাওয়ায় বিয়ের পিঁড়িতে বসতে রাজি হয়নি পাত্র। অনেক বুঝিয়েও পাত্রপক্ষকে রাজি করানো যায়নি। -ওয়েবসাইট হারিয়ে যাচ্ছে... উত্তর গোলার্ধের তুষারাবৃত ও শীতপ্রধান দেশগুলোতে বল্গা হরিণের অবাধ বিচরণ রয়েছে। প্রধানত তিনটি প্রজাতি ও অসংখ্য উপ-প্রজাতিতে বিভক্ত বল্গা হরিণ প্রাগৈতিহাসিক প্লাইস্টোসিন যুগ থেকে টিকে আছে। বর্তমানে এদের বিলুপ্তি ঘটছে। কিছু উপ-প্রজাতি অত্যন্ত বিরল হয়ে গেছে। -রিসাইক্লিং রিসোর্স কাউন্সিল
×