ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

চীনে ৬.৭ মাত্রার ভূমিকম্প

প্রকাশিত: ১৯:৪৬, ২৬ নভেম্বর ২০১৬

চীনে ৬.৭ মাত্রার ভূমিকম্প

অনলাইন ডেস্ক ॥ চীনের উত্তর-পূর্বাঞ্চলে তাজিকিস্তান সীমান্তের কাছে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। এ ঘটনায় অন্ততপক্ষে একজনের মৃত্যু হয়েছে। ভূমিকম্পে ঘর-বাড়ি ধ্বংস এবং একটি রেলওয়ে লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া শনিবার জানিয়েছে। এই দুর্যোগ মোকাবিলার জন্য জিনজিয়াং অঞ্চলের উদ্ধারকারী দলকে দুর্গম আক্তো কাউন্টিতে পাঠানো হয়েছে। তাজিকিস্তান ও কিরগিজস্তানের সঙ্গে চীনের পার্বত্যসীমান্তে এই কাউন্টির অবস্থান। সিনহুয়া জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় ওই অঞ্চলে ভূমিকম্পটি হয়। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার এই ভূমিকম্পটির মাত্রা নির্ধারণ করেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা প্রথমে জানায়, ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৭৫ কিলোমিটার গভীরে। কিন্তু পরবর্তী সময়ে সংস্থাটি এই ভূমিকম্পটির মাত্রা কমিয়ে ৬ দশমিক ৫ মাত্রা নির্ধারণ করে।
×