ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেবাচিমের পরিত্যক্ত ভবন অপরাধীদের স্বর্গরাজ্য

প্রকাশিত: ২০:০১, ২৫ নভেম্বর ২০১৬

শেবাচিমের পরিত্যক্ত ভবন অপরাধীদের স্বর্গরাজ্য

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দক্ষিণাঞ্চলের সর্ববৃহত চিকিৎসা সেবা কেন্দ্র বরিশাল শেবাচিম হাসপাতালের বর্ধিত পাঁচ তলা ভবনের নির্মাণ কাজ আট বছরেও সম্পন্ন হয়নি। ২০ কোটি টাকা ব্যয়ে অর্ধনির্মিত ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। যার কারণে ভবনটি অপরাধীদের নিরাপদ ঘাঁটিতে পরিণত হয়েছে। রোগীরা উপকৃত না হলেও মাদক সেবন, বিক্রয়, অনৈতিক কাজসহ নানা অপরাধমূলক কর্মকান্ড হচ্ছে ভবনটিতে। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ওসমান বলেন, ভবন নির্মাণ কাজ সম্পন্ন এখন অনিশ্চিত। মন্ত্রণালয় থেকে কার্যাদেশের মূল্যায়ন অনুমোদন করলে কাজটি বাস্তবায়নে আর কোনো বাঁধা থাকতো না। এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ডাঃ এসএম সিরাজুল ইসলাম জানান, হাসপাতালের অধিকাংশ ওয়ার্ডে রোগীদের চাঁপ সামলানো কষ্টকর। এতো বেশি রোগী থাকে যে কারণে রোগীদের করিডোরে শয্যা পেতে দেয়া হয়। রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য নতুন ভবনের কাজ সম্পন্ন এখন জরুরি হয়ে পরেছে। তাই দরপত্র আহবান ছাড়াই অন্যভাবে কাজ সম্পন্ন করার প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেন।
×