ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজাকারের সন্তান আখ্যা দেয়ায় ভালুকায় সাংবাদিক সম্মেলন

প্রকাশিত: ২৩:২৩, ২৪ নভেম্বর ২০১৬

রাজাকারের সন্তান আখ্যা দেয়ায় ভালুকায় সাংবাদিক সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য ভালুকা থেকে আ,লীগের প্রস্তাবিত একক প্রার্থীকে আ,লীগের অপর একটি গ্রুপ রাজাকার সন্তান বলে সাংবাদিক সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছেন একক প্রার্থী যুবলীগ নেতা আবুল কালাম আজাদ। আজ বৃহস্প্রতিবার ভালুকা থেকে ময়মনসিংহ জেলা পরিষদের একক প্রার্থী আবুল কালাম আজাদ ভালুকা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এর তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন তার বাবা একজন শিক্ষক ছিলেন। স্বাধীনতা যুদ্ধে তার বাবা নিজ খরচে উপজেলার পাড়াগাঁও গ্রামের বাড়ীতে মুক্তিযোদ্ধাদের জন্য খাওয়া দাওয়া সহ বিভিন্ন সেবা দিয়ে থাকতো। যুদ্ধকালীন সময়ে তাদের বাড়ীতে ৭ মাস মুক্তিযোদ্ধাদের অস্থায়ী ক্যাম্প ছিল। আবুল কালাম আজাদের শ্বশুর আফসার উদ্দিন আহাম্মেদ ১১নং সাব-সেক্টর কমান্ডার ছিলেন। আ,লীগের কিছু লোক তার বদনাম রটিয়ে হেয় পতিপন্ন করার পায়তারা করছে। এদের চক্রান্ত থেকে আ,লীগকে রক্ষা এবং পতিহত করতে হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুবলীগের সাবেক সভাপতি ও ভালুকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক সাদিকুর রহমান তালুকদার, যুবলীগ নেতা মোশারফ হোসেন ঢালী,রবিন,বাচ্চু প্রমুখ। আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন।
×