ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস ঘোষণার প্রস্তাব সংসদে আসছে

প্রকাশিত: ০৮:১৫, ২৩ নভেম্বর ২০১৬

২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস ঘোষণার প্রস্তাব সংসদে আসছে

স্টাফ রিপোর্টার ॥ ২৫ মার্চকে ‘জাতীয় গণহত্যা দিবস’ ঘোষণা সংক্রান্ত একটি প্রস্তাব জাতীয় সংসদে উত্থাপনের পথে রয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের আহ্বায়ক শাজাহান খান। মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিচায় স্বাধীনতা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। শাজাহান খান বলেন, ২৫ মার্চ ‘জাতীয় গণহত্যা দিবস’ হিসেবে ঘোষণার দাবিতে আমাদের (আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন) তত্ত্বাবধানে সংসদের আগামী অধিবেশনেই একটি প্রস্তাব উত্থাপনের প্রক্রিয়া সম্পন্নের পথে রয়েছে। প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে সংসদে পাস হলেই আমাদের দাবি পূরণ হবে। আশাকরি এ ব্যাপারে আমরা সংসদ সদস্যদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাব। তিনি আরও বলেন, খালেদা জিয়ার নির্দেশে পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করাকে কোন অর্থেই রাজনৈতিক কর্মকা- বলা যায় না। তাদের আন্দোলনে গণতন্ত্রের কোন চিহ্ন ছিল না। জনগণের সম্পৃক্ততা ছাড়া রাজনীতি বা আন্দোলন হয় না। সংবাদ সম্মেলনে ২১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কর্মসূচী ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধী রাজাকারদের সম্পদ বাজেয়াপ্ত করা, জামায়াতে ইসলামী বাংলাদেশ ও তার অনুসারী বা অঙ্গসংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করার কোন বিকল্প নেই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, মুক্তিযোদ্ধা এসপি মাহবুব উদ্দিন, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় সংসদের নেতা ইসমত কাদের গামা, কামাল পাশা চৌধুরী প্রমুখ।
×