ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আবদুর রহমান বয়াতির জন্মদিনে কাঙ্গালিনী সুফিয়ার গান

প্রকাশিত: ০৬:২৩, ২২ নভেম্বর ২০১৬

আবদুর রহমান বয়াতির জন্মদিনে কাঙ্গালিনী সুফিয়ার গান

স্টাফ রিপোর্টার ॥ দেশের কিংবদন্তি বাউল সঙ্গীতশিল্পী আবদুর রহমান বয়াতির ৮০তম জন্মদিন ছিল সোমবার। এই দিনটিকে স্মরণীয় করতে বয়াতিভক্তদের জন্মদিনের উপহারস্বরূপ একটি গান গেয়েছেন আরেক জনপ্রিয় বাউলশিল্পী কাঙ্গালিনী সুফিয়া। প্রয়াত আবদুর রহমান বয়াতির লেখা অপ্রকাশিত ওই গানটির শিরোনাম ‘ভুলি ভুলি মনে করি’। গানটির সুর করেছেন মুরাদ নূর। সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু। সিএমভির ব্যানারে বিশেষ এই গানটি সোমবার জিপি মিউজিক, রবি ইয়োন্দার এ্যাপসহ দেশীয় ও আন্তর্জাতিক একাধিক অনলাইন সঙ্গীত মাধ্যমে প্রকাশ করা হয়। গানটি প্রসঙ্গে মুরাদ নূর বলেন, আমার সৌভাগ্য আবদুর রহমার বয়াতির মতো শিল্পীর লেখা অপ্রকাশিত গান আমি সুর করতে পেরেছি। সেই গানই আরেক নন্দিত শিল্পী কাঙ্গালিনী সুফিয়ার কণ্ঠে তুলে দিতে পেরেছি। আমার বিশ্বাস গানটি সবার ভাল লাগবে। এদিকে আবদুর রহমান বয়াতির গান গাওয়া প্রসঙ্গে কাঙ্গালিনী সুফিয়া বলেন, ‘উনি (বয়াতি) খবরটা পাইলে খুশি হইতেন। গানটা খুবই ভাল হইছে’। জানা গেছে, আবদুর রহমান বয়াতির জন্মদিন উপলক্ষে আজ প্রথম প্রহরে সিএমভির ব্যানারে ডিজিটালি প্রকাশের বাইরেও একই দিন সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যশালা মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। বয়াতির জন্মদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুত, খনিজ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানে গান গাইবেন ঢাকা ব্যান্ডের মাকসুদ, মমতাজসহ আরও অনেকে।
×