ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রুনিকে একা থাকতে দিন ॥ ক্লপ

প্রকাশিত: ০৬:৩৩, ১৯ নভেম্বর ২০১৬

রুনিকে একা থাকতে দিন ॥ ক্লপ

স্পোর্টস রিপোর্টার ॥ প্রকাশ্যে মদ্যপান করার পর ব্যাপক সমালোচনার মুখে ওয়েন রুনি। এ কারণে ক্ষমা পর্যন্ত চেয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। বিষয়টি মোটেও পছন্দ হয়নি লিভারপুল কোচ জার্গেন ক্লপের। এ কারণে তিনি রুনিকে একা থাকতে দেয়ার আহ্বান জানিয়েছেন। ইংলিশ ফুটবল এ্যাসোসিয়েশনের প্রতি আহ্বান জানিয়ে ক্লপ বলেন, আপনারা রুনিকে ছেড়ে দিন। ওকে একা থাকতে দিন। মদ্যপান আমরাও করতাম, অনেকটা রাক্ষসের মতো। আর আমরা ধূমপানও করতাম পাগলের মতো। রুনির প্রতি সহানুভূতি জানিয়ে ক্লপ বলেন, আপনারা দেখেছেন ছবিটি প্রকাশের পরই রুনি নিজে ইংল্যান্ড কোচ এবং এ্যাসোসিয়েশনের কাছে ক্ষমা চেয়েছে। কিন্তু এটাও আপনাদের বুঝতে হবে সে একজন মানুষ। আমি একজন কোচ হয়ে খেলোয়াড়দের এই ব্যাপারগুলো অনুভব করি। আমরা যারা খেলোয়াড় এবং কোচ তারা সবাই সুস্থ জীবনযাপন করি। তাছাড়া আমরা প্রচুর অর্থ উপার্জন করি এবং যে কাজটি করি সেটাকে ভালবাসি। কিন্তু আপনাদের বুঝতে হবে দিনশেষে আমরা সবাই মানুষ। আমাদেরও অনেক কিছুই করতে ইচ্ছে হয়। ক্লপ আরও বলেন, বিয়ে, জন্মদিনসহ নানারকম অনুষ্ঠানে আমরা হরহামেশা আমন্ত্রিত হই। আর সেখানে গিয়ে পেশাদরিত্ব দেখিয়ে বলি, আমরা একেবারেই মদ্যপান করি না। আর যদি কেউ ধূমপান কর তাহলে আমার কাছ থেকে ২০ গজ দূরে থাক। এটাই আমাদের জীবন।
×