ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সেমিফাইনালে নোভাক জোকোভিচ

প্রকাশিত: ০৬:৩৬, ১৭ নভেম্বর ২০১৬

সেমিফাইনালে নোভাক জোকোভিচ

স্পোর্টস রিপোর্টার ॥ ডব্লিউটিএ ট্যুর ফাইনালসের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন নোভাক জোকোভিচ। মঙ্গলবার শেষ আটের লড়াইয়ে তিনি মিলোস রাওনকিকে হারান। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা এদিন ৭-৬ (৮/৬) এবং ৭-৬ (৭/৫) সেটে হারান চতুর্থ বাছাই রাওনিককে। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালের টিকেট কাটেন নোভাক জোকোভিচ। অস্ট্রিয়ার অষ্টম বাছাই ৬-৩, ১-৬ এবং ৬-৪ সেটে হারান ফরাসী তারকা গায়েল মনফিলসকে। তবে সেমিফাইনালের টিকেট পেতে হলে এখনও অপেক্ষা করতে হবে ডোমিনিক থিয়েমকে। রজার ফেদেরার, রাফায়েল নাদাল এবং নোভাক জোকোভিচকে বলা হতো টেনিসের ত্রিমূর্তি। কিন্তু ফেদেরার-নাদাল প্রায় ফুরিয়েই গেছেন। গত কয়েক মৌসুম ধরে টেনিস কোর্টে খুঁজেই পাওয়া যায়নি তাদের। তবে জোকোভিচ ছিলেন দুর্দান্ত। গত মৌসুমেও তিনটি গ্র্যান্ডসøাম জিতেছেন তিনি। পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা ধরে রাখেন চলতি মৌসুমেও। বছরের প্রথম দুই গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জিতে নেন ২৯ বছর বয়সী এই সার্বিয়ান। কিন্তু বছরের মাঝামাঝি সময়ের পর থেকেই যেন খেই হারিয়ে ফেলেন তিনি। উইম্বলডন এবং ইউএস ওপেনে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি জোকোভিচ। এই সময় টেনিস কোর্টে জ্বলে ওঠেন এ্যান্ডি মারে। উইম্বলডন জয়ের পর রিও অলিম্পিকের স্বর্ণপদক জিতে নতুন ইতিহাস গড়েন স্কটিশ তারকা। টেনিস ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে টানা দুইবার স্বর্ণপদক জয়ের রেকর্ড গড়েন তিনি। শুধু তাই নয়, নোভাক জোকোভিচকে হটিয়ে ক্যারিয়ারের প্রথমবার বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও দখল করে নেন ব্রিটিশ প্রতিনিধি এ্যান্ডি মারে। তবে দমে যাননি নোভাক জোকোভিচ। টেনিস কোর্টে স্বরূপে ফেরার সবধরনের চেষ্টাই করছেন তিনি। শীর্ষস্থান হারিয়ে ট্যুর ফাইনালসেই প্রথমবার কোর্টে নামেন ১২টি গ্র্যান্ডসøাম জয়ী জোকোভিচ। দুর্দান্ত খেলেই সেমিফাইনালে জায়গা করে নেন তিনি। তবে মঙ্গলবার রাওনিকের বিপক্ষে জয়টা কিন্তু খুব সহজে আসেনি তার। এ বিষয়ে জোকোভিচ বলেন, ‘আসলে এখানে এসে মানসিকভাবে ঝুলছিলাম। তবে মানসিকভাবে খুব শক্ত ছিলাম। আর এই বিশ্বাসটা সবসময়ই ছিল যে সুযোগ আসবেই এবং তা কাজে লাগাতে পারব।’
×