ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাজিতপুরে গুণীজন সম্মাননা প্রদান

প্রকাশিত: ০৬:২৬, ৩১ অক্টোবর ২০১৬

বাজিতপুরে গুণীজন সম্মাননা প্রদান

নিজস্ব সংবাদদদাতা, কিশোরগঞ্জ ॥ বিশ্ব বাংলার কবি ও কবিতানুরাগীদের অংশগ্রহণে জেলার বাজিতপুরের বলিয়ারদী সাপলেঞ্জা আবদুল মান্নান স্বপন উচ্চ বিদ্যালয়ে শনিবার দিনব্যাপী বাংলা কবিতা দিবস উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের আয়োজনে এ উৎসবে কলকাতাসহ দেশের বিভিন্ন স্থান থেকে কবি-সাহিত্যকরা অংশ নেন। এ বছর কবিতা সাহিত্যে কলকাতার কবি অজিত বাইড়ি ও কবি আব্দুস শুকুর খান এবং শিক্ষাক্ষেত্রে শিক্ষাবিদ ফজলে এলাহী মোঃ গোলাম কাদেরকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে। উৎসবে উদ্বোধনী বক্তব্য রাখেন কবি সাযযাদ কাদির ও ধমনি সম্পাদক আবদুল মান্নান স্বপন। আলোচনায় অংশ নেন অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী, কবি ও গবেষক রনি টিটন, কবি শিবলি মুক্তাদির, কবি চৌধুরী বাবুল বড়ুয়া, কবি রুহুল কাদির, কবি রোকেয়া ইউসুফ, কবি ক্যামিলিয়া আহমেদ প্রমুখ। স্বরচিত কবিতা-ছড়া পাঠে অংশ নেন ছড়াকার বিজন কান্তি বণিক, লেখক শহিদুল ইসলাম ফারুক, কবি সাদরুল উলা, কবি আমিনুল ইসলাম সেলিম, কবি আহমেদ তানভীর প্রমুখ। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় স্থানীয় শিল্পীরা।
×