ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্রিটেনকে আরও শরণার্থী শিশুদের আশ্রয় দিতে হবে ॥ ওলাঁদ

প্রকাশিত: ০৬:২৩, ৩১ অক্টোবর ২০১৬

ব্রিটেনকে আরও শরণার্থী শিশুদের আশ্রয় দিতে হবে ॥ ওলাঁদ

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’র প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন যাতে তিনি ক্যালের জঙ্গল শিবির থেকে আরও বেশি করে শিশুদের নিজ দেশে আশ্রয় দেন। এখনও অনেক শিশু ক্যালেতে অবস্থান করছে। ফ্রান্সের পশ্চিমাঞ্চলীয় দঁ-লা-ফ্রতেন শিবির পরিদর্শনকালে ওঁলাদ একথা বলেন। খবর বিবিসি ও এএফপির। ফ্রাঁসোয়া ওঁলাদ বলেন, এখনও এক হাজার পাঁচ শ’ শিশু বন্দর শহরটিতে অবস্থান করছে। যাদের খুব দ্রুতই অন্যত্র সরিয়ে নেয়া হবে। শরণার্থীরা যুদ্ধ ও দারিদ্র্য থেকে মুক্তি পেতে ক্যালের জঙ্গল এলাকায় আশ্রয় নেয়। তারা ব্রিটেন যেতে আগ্রহী। ব্রিটেন সেখান থেকে প্রায় দু’শ ৫০জন শিশুকে আশ্রয় দিয়েছে। সরকারী এক মুখপাত্র জানিয়েছেন, ব্রিটেন ইতোমধ্যে ক্যালেতে অবস্থান করা শিশুদের নিরপদে রাখতে ও রক্ষা করার জন্য ফ্রান্সের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। যার মধ্যে নিরাপদে ও দ্রুত শিশুদের স্থানান্তর করার বিষয়টি অন্তর্ভুক্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ক্যালের জঙ্গল ক্যাম্পকে ইউরোপের শরণার্থী সমস্যার সবচেয়ে বড় ব্যর্থতার প্রতীক হিসেবে বিবেচনা করা হচ্ছে। সেখানে এখনও অন্তত এক হাজার পাঁচ শ’ শিশু অস্থায়ী শিবিরে অবস্থান করছে। এটি এখন পূর্ণ হয়ে আছে। অপর বহু শিশু খোলা আকাশের নীচে ঘুমাচ্ছে। প্রেসিডেন্ট ওঁলাদ বলেন, তিনি ও ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে ফ্রান্সের সঙ্গে একযোগে ব্রিটেনের কর্মকর্তারা পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে কাজ করার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, আমি শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। ফরাসী স্বরাষ্ট্রমন্ত্রী বার্নাদ কাজেনভু ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। যাতে ব্রিটিশ কর্মকর্তারা শিবিরগুলোতে যেতে পারেন ও শিশুদের ব্রিটেনে নিয়ে যেতে পারে। ক্যালে জঙ্গলের উচ্ছেদ অভিযানের ভূয়সী প্রশংসা করেন প্রেসিডেন্ট। তিনি আরও বলেন, শুরু থেকে শেষ পর্যন্ত কোন অঘটন সেখানে ঘটেনি। শরণার্থী সমস্যা প্রকট আকার ধারণ এটি এখন ইউরোপের জন্য চ্যালেঞ্জ। আমরা শিবিরটি সেখানে রাখতে পারি না। আমরা সেখানে অন্য কাউকে থাকতেও দিতে পারি না।
×