ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিয়োগ পেয়েও স্বপদে যোগদান করতে পারেননি প্রভাষক আইয়ুব

প্রকাশিত: ২০:০৯, ২৯ অক্টোবর ২০১৬

নিয়োগ পেয়েও স্বপদে যোগদান করতে পারেননি প্রভাষক আইয়ুব

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ এনটিআরসিএর নিয়োগ পেয়েও প্রভাষক পদে যোগদান করতে পারেননি মোঃ আইয়ুব আলী। তিনি এখন হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। তার দাবি সরকারি নির্দেশনা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কারনে তিনি নিয়োগপত্র পাচ্ছেন না। জানা গেছে, মোঃ আইয়ুব আলী ধানখালী টেকনিক্যাল এন্ড বিএম কলেজে কম্পিউটার অপারেশন প্রভাষক পদে এনটিআরসিএর নিয়োগপ্রাপ্ত হয়ে (রোল নম্বর-৪৩২০০০০৫) কলেজে স্বপদে যোগদানের জন্য অধ্যক্ষ বরাবর যোগদানপত্র দাখিল করেন। কিন্তু অধ্যক্ষ মাহমুদা খানম যোগদানপত্র গ্রহণ না করে উল্টো একটি নতুন বিধিমালার অজুহাত দেখিয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসি) বরাবর পাল্টা নির্দেশনা চেয়ে ২৭ অক্টোবর একটি চিঠি দিয়েছেন। যার সঙ্গে অত্র নিয়োগের কোন সংশ্লিষ্টতা নেই বলে আইয়ুব আলীর দাবি। ফলে নিয়োগ পাওয়ার পরে এক মাসের মধ্যে আইয়ুব আলীর স্বপদে যোগদানে এক ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, বিষয়টি নিয়ে অধ্যক্ষ যে জটিলতার কথা বলেছেন তা পুরোপুরি না জেনে কিছু বলা যাচ্ছে না। ওই পদে নিয়োগ পেতে হলে বর্তমান নীতিমালায় কম্পিউটার বিষয় চার বছর মেয়াদী স্নাতক ২য় শ্রেণি অথবা বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং কম্পিউটার বিষয় নিবন্ধনধারী থাকতে হবে। কিন্তু আইয়ুব আলী সমাজকর্ম বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী থাকায় জটিলতার সৃষ্টি হয়েছে।
×