ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিমানে দুর্ঘটনার শিকার ট্রাম্পের রানিংমেট

প্রকাশিত: ০৬:০২, ২৯ অক্টোবর ২০১৬

বিমানে দুর্ঘটনার শিকার ট্রাম্পের রানিংমেট

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের রানিংমেট মাইক পেন্সের নির্বাচনী প্রচার কাজে ব্যবহৃত বিমান বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে অবতরণের পর রানওয়ে থেকে ছিটকে পড়ে। নির্বাচনী প্রচারণ শিবির জানায়, দুর্ঘটনার সময় বিমানে পেন্স ও বিভিন্ন পর্যায়ের লোকজন ছিলেন। তবে কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি। খবর এএফপির। বিমানে থাকা সিএনএনর প্রযোজক ল্যান্ডারস বলেন, বিমানটি অবতরণের পর ছিটকে পড়ে যায়। তবে বিমানের আরোহীদের কারো কোন ক্ষতি হয়নি। গবর্নর ও অন্যরা নিরাপদ আছেন। তিনি বলেন, বোয়িং-৭৩৭ বিমানটি রানওয়ে থেকে সম্পূর্ণভাবে ছিটকে পড়ে। ঘটনার পরপরই রানওয়ে থেকে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, ওই এলাকায় বৃষ্টি হচ্ছে। পেন্সকে অন্যদের সঙ্গে হাত মেলাতে ও ছবি তুলতে দেখা যায়। ঘটনার পর তিনি এক টুইটার বার্তায় লেখেনÑ ‘আমরা সবাই কৃতজ্ঞ। কারণ আমাদের বিমান নিরাপদ রয়েছে। আমাদের সাহায্যের জন্য যারা প্রথম এগিয়ে এসেছেন এবং যারা আমাদের জন্য প্রার্থনা করেছেন তাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ। আগামীকাল ফের প্রচারণায় নামব।’ দুর্ঘটনার পর ট্রাম্প পেন্সের সঙ্গে কথা বলেছেন বলে তার মহিলা মুখপাত্র স্টেফানি গ্রিসাম জানান। ট্রাম্প এখন প্রচারণার কাজে ওহাইওতে রয়েছেন। গ্রিসমা বলেন, তিনি গবর্নর পেন্সের সঙ্গে কথা বলেন এবং বিমানের সবাই নিরাপদ থাকায় সন্তোষ প্রকাশ করেন। ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনও এক টুইটার বার্তায় লেখেন, ‘শুনে খুশি হলাম যে মাইক পেন্স, তার কর্মী, গোয়েন্দা বাহিনীর কর্মী ও ক্রুরা সবাই নিরাপদ আছেন।’
×