ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চরম অব্যবস্থাপনা

জাতীয় ও আন্তঃক্লাব টেনিস

প্রকাশিত: ০৬:২১, ২৭ অক্টোবর ২০১৬

জাতীয় ও আন্তঃক্লাব টেনিস

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকার রমনা জাতীয় টেনিস কমপ্লেক্স ও উত্তরা ক্লাব মাঠে চলছে ছয়দিনব্যাপী জাতীয় ও আন্তঃক্লাব টেনিস প্রতিযোগিতা। টুর্নামেন্টে চরম অব্যবস্থাপনা ও আর ফেডারেশনের উদাসীনতা নিয়ে চরম ক্ষুব্ধ খেলোয়াড়রা। তবে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ফেডারেশনের সভাপতি। জাতীয় টেনিস কমপ্লেক্সের ১ নম্বর কোর্টে গিয়ে দেখা যায় স্যাঁতস্যাঁতে কোর্ট, ছেঁড়া নেট। খেলা চালাতে নেই কোন আম্পায়ারও! এমনকি বলবয়ের সংখ্যাও কম। এছাড়া নারী ও পুরুষ খেলোয়াড়দের প্রাইজমানিতেও রয়েছে ব্যাপক বৈষম্য। পুরুষ এককের চ্যাম্পিয়ন যেখানে পাচ্ছেন ২০ হাজার টাকা, সেখানে মহিলা এককের চ্যাম্পিয়নের জন্য বরাদ্দ মাত্র ১০ হাজার টাকা। এ নিয়ে দারুণ ক্ষুব্ধ প্রতিযোগী ও কোচরা। তারা বলেন, এরকম একটা ন্যাশনাল টুর্নামেন্টে ভাল নেট নেই। বল নেটের ভেতর দিয়ে ঢুকে যায়। অনেকে বলেন, এভাবে বল নেটের ভিতর ঢুকলে মনোসংযোগ বিঘিœত হয়। নারী প্রতিযোগীরা বলেন, প্রাইজমানির টাকা না বাড়ালে ভবিষ্যতে খেলতে কেউ আগ্রহী হবে না। বাংলাদেশ জাতীয় টেনিস দলের প্রধান কোচ রোকনউদ্দীন আহমেদ বলেন, ‘১০-১৫ বছর আগে প্রাইজমানি যা ছিল, এখনও তাই আছে। খেলার মান ধরে রাখতে চাইলে তা বাড়ান উচিত।’ টেনিস ফেডারেশনের সভাপতি শাহরিয়ার আলম বলেন, ‘দ্রুতই সব সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া হবে। রমনায় আটটি কোর্ট রয়েছে। কোর্টগুলো দেখে আইটিএফের টেকনিক্যাল কমিটির সদস্যরা বলেছিল কোর্ট ঠিক না হলে এখানে আন্তর্জাতিক কোন খেলা হবে না। এ সংক্রান্ত একটা প্রস্তাবনা ইতোমধ্যেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হয়ে অর্থ মন্ত্রণালয়ে গেছে। আশাকরি সমস্যার সমাধান হবে।’ টুর্নামেন্টে খেলার বুধবারের ফল ॥ বুধবারের খেলায় মহিলা এককে বিকেএসপির ঈশিতা আফরোজ এবং একই দলের জেরিন সুলতানা নিজ নিজ খেলায় জিতে কোয়ার্টার ফাইনালে উন্নীত হন। পুরুষ এককে প্রিকোয়ার্টার ফাইনালে নাম লেখান সাতক্ষীরা টেনিস ক্লাবের শেখ হাসিবুল হক, রাজশাহীর দেলোয়ার হোসেন, ব্রিটিশ হাইকমিশন ক্লাবের মুনির হোসেন, রুবেল হোসেন, সজিব পাশি, নারায়ণগঞ্জ টেনিস ক্লাবের সেলিম হোসেন, নরডিক ক্লাবের আলমগীর হোসেন, পাবনা স্যামসং এইচ চৌধুরী টেনিস ক্লাবের আখতার হোসেন, দীপু লাল, এলিট টেনিস একাডেমির ফারুক হোসেন এবং বিসিএসআইআর টেনিস ক্লাবের হানিফ মুন্না।
×