ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রংপুরে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন

প্রকাশিত: ০৫:৫৯, ২৭ অক্টোবর ২০১৬

রংপুরে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২৬ অক্টোবর ॥ পীরগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে আকাব্বর আলীর যাবজ্জীবন কারাদ- হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু জাফর কামরুজ্জামান এ রায় দেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত আকাব্বর আদালতে উপস্থিত ছিল। জানা যায়, ভেন্ডাবাড়ি ইউনিয়নের চেতনাপাড়া গ্রামের আকাব্বর আলীর সঙ্গে একই উপজেলার রসুলপুর ইউনিয়নের মিটারপাড়া গ্রামের নওয়াব আলীর মেয়ে রিনা বেগমের বিয়ে হয় ২০১৩ সালের মার্চ মাসে। এর আগে আকাব্বর আরও তিনটি বিয়ে করে। বিয়ের পর থেকে তার অত্যাচার সইতে না পেরে স্ত্রী আকাব্বরকে ত্যাগ করে চলে যায়। রিনাকে বিয়ে করার পর থেকেই তাকে নির্যাতন করে আকাব্বর। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশ বৈঠকও হয়। ২০১৩ সালের ৩১ মে রাতে রিনাকে শ্বাসরোধে হত্যার পর তার ওড়না গলায় পেঁচিয়ে মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার চালায় আকাব্বর। পরদিন ১ জুন সকালে খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ রিনার মরদেহ উদ্ধার এবং ওই দিনই নিহতের ভাই রওশন আলী বাদী হয়ে আকাব্বরকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। স্কুলছাত্রীকে ছুরিকাঘাত বখাটে লিটু গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২৬ অক্টোবর ॥ শহরের উপশহরপাড়ার ৯ম শ্রেণীর স্কুলছাত্রী পূজা মজুমদারকে ছুরিকাঘাত করা সেই বখাটে লিটুকে ৩টি বোমাসহ গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে সদর উপজেলার নৃসিংহপুর গ্রামের পাতা মিয়ার একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ জানান, লিটু নৃসিংহপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে অবস্থান করছে- এমন খবরে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বখাটে লিটু পুলিশকে লক্ষ্য করে ২টি হাতবোমা ছুড়ে মারে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয় বখাটে লিটু। পরে ঘটনাস্থল থেকে পুলিশ ছুরি ও ৩টি হাতবোমা উদ্ধার করে। চিকিৎসার জন্য তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি ঘটলে ফরিদপুর মেডিক্যালে পাঠানো হয়। অপরদিকে পূজা মজুমদারের শারীরিক উন্নতি হলে বুধবার ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে। উল্লেখ্য, ঝিনাইদহ শহরের উপশহরপাড়ার লিটু নামের এক বখাটে সোমবার বাড়ির ছাদে উঠে ৯ম শ্রেণীর স্কুলছাত্রী পূজা মজুমদারকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৬ অক্টোবর ॥ দলিত হরিজন ও বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক ৫০ দিনের প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মাধবপুরস্থ জেলা সমাজসেবা অফিস মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৫০ জনের মাঝে সনদ ও ভাতার টাকা তুলে দেন জেলা প্রশাসক ডাঃ এএম পারভেজ রহিম। সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এআরএম ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিভাগের সাবেক উপ-পরিচালক আফছর আলী, ফখরুল মজিদ খোকন প্রমুখ। ডিজিটাল সেন্টার উদ্বোধন স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ জনগণের সেবা দিতে ডিজিটাল সেন্টার চালু করেছে যশোর জেলা পরিষদ। এখানে অল্প খরচে জমির পর্চা সংগ্রহ, পাসপোর্টের ফরম পূরণ, শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনসহ নানা কার্যক্রম করা হবে। বুধবার বিকেলে জেলা পরিষদ প্রশাসক প্রবীণ রাজনীতিক শাহ হাদীউজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ডিজিটাল সেন্টার উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ কবীর, সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পারভেজ হাসান প্রমুখ।
×