ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চার ডিলারশিপ বাতিল ॥ কর্মকর্তা স্ট্যান্ডরিলিজ

প্রকাশিত: ০৩:৫৫, ২৪ অক্টোবর ২০১৬

চার ডিলারশিপ বাতিল ॥ কর্মকর্তা স্ট্যান্ডরিলিজ

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ২৩ অক্টোবর ॥ ছয় উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১০ টাকা দরের চাল বিতরণে ব্যাপক অনিয়ম করায় চার ডিলারশিপ বাতিল ও একজনের বিরুদ্ধে মামলা হয়েছে। অনিয়মের মধ্যে রয়েছে ওজনে কম দেয়া, স্বজনপ্রীতি করে সচ্ছল পরিবারকে তালিকাভুক্ত করা, প্রভাবশালী আত্মীয়স্বজনের নামে কার্ড দেয়া, একই পরিবারের একাধিক সদস্যের নাম অন্তর্ভুক্ত করা। রবিবার পর্যন্ত জেলার বিভিন্ন ইউনিয়নে এসব অনিয়মের বিরুদ্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান ও তদন্ত করে চার ডিলারশিপ বাতিল, এক ডিলারের বিরুদ্ধে ফৌজদারি মামলা ও এক খাদ্য কর্মকর্তাকে স্ট্যান্ডরিলিজ করা হয়েছে। খাদ্যবান্ধব ১০ টাকার এ চাল বিতরণে বিভিন্ন অনিয়মের দায়ে সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের সুবচনী বাজারের ডিলার শহীদুল সিকদার, চন্দ্রপুর ইউনিয়নের ডিলার দবির উদ্দিন তালুকদার ও ফিরোজ খান এবং জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নের মোবারক চোকদারের ডিলারশিপ বাতিল করেছে জেলা প্রশাসন। ডিলারদের সঙ্গে যোগসাজশে ১০ টাকা কেজি দরের চাল আত্মসাত ও অনিয়মের অভিযোগে সদর উপজেলার আংগারিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেনকে স্ট্যান্ডরিলিজ করা হয়েছে। জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নের মোবারক চোকদারের বিরুদ্ধে চাল আত্মসাত ও বিতরণে অনিয়মের দায়ে ডিলারশিপ বাতিলসহ ১০ হাজার টাকা জরিমানা এবং তার বিরুদ্ধে আদালতে ফৌজদারি মামলা দায়ের করেছেন জাজিরা উপজেলা খাদ্য কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম। এদিকে ডিলার হুমায়ুন কবির, ডিলার সেকেন্দার, ডিলার মতিউর রহমান হাওলাদার, ভেদরগঞ্জের ডিলার ইব্রাহীম, ডিলার সেলিম ও মাহবুব, ডিলার কামরুল সরদার ও বাবুলের বিরুদ্ধে ১০ টাকা দরের চাল বিতরণে অনিয়মের অভিযোগ থাকলেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।
×