ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আট সপ্তাহের জন্য মাঠের বাইরে ইনিয়েস্তা

প্রকাশিত: ২২:৫০, ২৩ অক্টোবর ২০১৬

আট সপ্তাহের জন্য মাঠের বাইরে ইনিয়েস্তা

অনলাইন ডেস্ক ॥ হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আগামী আট সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছে বার্সেলোনা মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর ফলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে তার অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ভ্যালেন্সিয়ার বিপক্ষে শনিবার ৩-২ গোলের জয়ী ম্যাচে প্রথমার্ধের ১৪ মিনিটে এনজো পেরেজের কঠিন এক চ্যালেঞ্জের মুখে ইনিয়েস্তার ডান হাঁটুতে আগাত লাগে। পরবর্তীতে তার বদলে মাঠে নামানো হয় ইভান রাকিটিচকে। প্রাথমিক ভাবে কোন ধারণা না পাওয়া গেলেও পরবর্তীতে স্ক্যান রিপোর্টে নিশ্চিত করা হয়েছে ইনিয়েস্তার আঘাত গুরুতর। এজন্য আগামী দুই মাস তিনি মাঠে থাকতে পারছেন না। ক্লাবের অফিসিয়াল এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ কারনে আগামী ৪ ডিসেম্বর মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতেও তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। জোর্দি আলবা ও জেরার্ড পিকের পরে ইনিয়েস্তার ইনজুরিতে এখন অনেকটাই বিপকে বার্সা কোচ লুইস এনরিকে।
×