ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মানুষ মানুষের জন্য

প্রকাশিত: ০৫:৩২, ২১ অক্টোবর ২০১৬

মানুষ মানুষের জন্য

স্টাফ রিপোর্টার ॥ নারায়ণগঞ্জ বন্দরের আব্দুল লতিফের (৪৫) চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তাঁর সারা শরীরে গোল আলুর মতো টিউমার দেখা দিয়েছে। এলাকায় সকলের কাছে তিনি ‘আলু মানব’ নামে পরিচিত। দীর্ঘ ২০ বছর ধরে তিনি এ রোগে ভুগছেন। এ রোগের কারণে তার শরীরে চুলকানি ও জ্বালাপোড়া হয়। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি। কিন্তু এই রোগ থেকে মুক্তি পাননি। দেশের বাইরে বিশেষ করে ভারতের মাদ্রাজে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হলে আব্দুল লতিফ সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু রোগীর পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। পরিবারটির আর্থিক অবস্থা খুবই খারাপ। চিকিৎসার পেছনে সহায়সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছে পরিবারটি। আব্দুল লতিফের স্কুলপড়ুয়া ছেলে আব্দুল রহমানের শরীরেও এ রোগ দেখা দিয়েছে। একদিকে নিজের চিকিৎসা, অন্যদিকে সংসারের ভরণপোষণ নিয়ে অসহায় হয়ে পড়েছেন আব্দুল লতিফ। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা বন্ধ রয়েছে। এমতাবস্থায়, আব্দুল লতিফের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তাঁর অসহায় পরিবার। সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে আব্দুল লতিফ, জনতা ব্যাংক, নবীগঞ্জ শাখা, বন্দর, নারায়ণগঞ্জ, হিসাব নং ০১০০০৪৬০৫৫৮৬৬। ঘোষণা ॥ দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×