ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

প্রকাশিত: ০৪:১৯, ১৮ অক্টোবর ২০১৬

স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ স্ত্রী হত্যার দায়ে হেলাল উদ্দিনের (৪০) ফাঁসির আদেশ দিয়েছে আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকেলে যশোরের স্পেশাল জজ নিতাই চন্দ্র সাহা এ রায় দেন। দ-াদেশপ্রাপ্ত হেলাল উদ্দিন বগুড়া সদর উপজেলার শিকারপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে। স্পেশাল পাবলিক প্রসিকিউটর এস এম বদরুজ্জামান পলাশ জানান, হেলাল উদ্দিন তার দ্বিতীয় স্ত্রী রূপালীকে নিয়ে যশোর শহরের বারান্দিপাড়া এলাকায় বসবাস করতেন। ২০০১ সালের ১৪ জুন রাতে হেলাল উদ্দিন স্ত্রী রূপালীকে শ্বাসরোধ করে হত্যার পর মৃতদেহ সেপটিক ট্যাংকে ফেলে দেন। এ ঘটনায় তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলা হয়।
×