ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যৌন নিপীড়নের ঘটনা চেপে যেতে চাপ প্রয়োগ করেন ক্লিনটন দম্পতি

প্রকাশিত: ০৬:১৪, ১৫ অক্টোবর ২০১৬

যৌন নিপীড়নের ঘটনা চেপে যেতে চাপ প্রয়োগ করেন ক্লিনটন দম্পতি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের বিরুদ্ধে যৌন নিপীড়ন থেকে শুরু করে ধর্ষণের মতো অপরাধের অভিযোগ আনা তিন নারী বৃহস্পতিবার রাতে ফের তাদের ক্ষোভ ব্যক্ত করেছেন। জুয়ানিটা ব্রডরিক, পলা জোনস ও ক্যাথলিন উইলি তাদের অভিজ্ঞতার কথা বলতে রবিবার হিলারি ক্লিনটনের সঙ্গে রিপাবলিকান দলের প্রেসিডেন্টপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিতর্কের আগে ট্রাম্পের সংবাদ সম্মেলনে যোগ দিয়েছিলেন। বৃহস্পতিবার তারা ফক্স নিউজের বিশেষ অনুষ্ঠান ‘হ্যানিটি’-তে সিন হ্যানিটির সঙ্গে কথা বলেন। ১৯৭৮ সালে আরকানসাস অঙ্গরাজ্যের গবর্নর নির্বাচনে বিল ক্লিনটনের প্রচারকালে তার হাতে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ আনা সাবেক নার্সিং হোম এ্যাডমিনিস্ট্রেটর ব্রডরিক বলেন, ‘হিলারি সকল নারীর জন্য নন, তিনি শুধু তার নিজের জন্য।’ ১৯৯৮ সালের মার্চে বিল ক্লিনটনের বিরুদ্ধে পাঁচ বছর আগে তার হাতে যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগকারী ক্লিনটনের হোয়াইট হাউস স্বেচ্ছাসেবী উইলি বলেন, ‘প্রত্যেকে বিল ক্লিনটনের অপরাধকে বিশ্বাসঘাতকতা মনে করে। আমরা বলি, ধর্ষণ, যৌন হামলা, যৌন নিপীড়ন শুধু বিশ্বাসঘাতকতা নয়, এগুলো অপরাধ।’ তিন নারীর সবাই বিল ক্লিনটন ও হিলারির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের বিষয়ে পুরোপুরি চুপ থাকতে তাদের ওপর চাপ প্রয়োগের অভিযোগ করেন। ব্রডরিক ক্লিনটনের হাতে নিপীড়নের শিকার হওয়ার কয়েক সপ্তাহ পর হিলারির মুখোমুখি হলে কী অবস্থা হয়েছিল তার বর্ণনা দেন। ব্রডরিক বলেন, তিনি সোজা আমার সামনে এসে বলেন, সুন্দর হাসি, খুব মধুর কণ্ঠ। আমাকে এবার তিনি বলেন, আমি হিলারি ক্লিনটন। তোমার সঙ্গে দেখা হওয়ায় খুব ভাল লাগছে। তুমি বিলের প্রচারের জন্য যা করছ তার সবকিছুর জন্যই আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই। তিনি আরও বলেন, ওই সময় হিলারি তার হাত ধরেন এবং কাছে টেনে নেন। এরপর বলেন, ‘তুমি কি বুঝতে পারছ, যা কিছু তুমি করছ?’ ব্রডরিক বলেন, ‘ওই সময় আমার মনে হলো, হিলারি সব ঘটনা জেনে ফেলেছেন।’ এরপর হিলারি বলেন, ‘চুপ থাকাই তোমার জন্য ভাল।’ কেন তিনি পুলিশের কাছে যাননি- এমন প্রশ্নের জবাবে ব্রডরিক বিল ক্লিনটনের বিষয়ে বলেন, ‘তিনি আমার পদক্ষেপ রুদ্ধ করে দিতে পারতেন। তিনিই ছিলেন পুলিশ।’ প্রেসিডেন্ট বিল ক্লিনটন আরকানসাস অঙ্গরাজ্যের সাবেক কর্মকর্তা পলা জোনসকেও ১৯৯১ সালের মে মাসের ঘটনার বিষয়ে চুপ থাকতে বলেছিলেন। পলা জোনস পরবর্তীতে ক্লিনটনের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা করেছিলেন। তিনি বলেন, বিল ক্লিনটন বলেছিলেন, ‘তুমি স্মার্ট মেয়ে, আমাদের দুজনার মধ্যে যা হয়েছে তা চেপে যাও।’
×