ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রুশ-মার্কিন হ্যাকিং লড়াই

প্রকাশিত: ০৬:০২, ১০ অক্টোবর ২০১৬

রুশ-মার্কিন হ্যাকিং লড়াই

রুশ হ্যাকাররা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নাক গলানোর চেষ্টা করছে, এ অভিযোগ কিছু দিন ধরে শোনা যাচ্ছে। বলা হচ্ছে, মার্কিন রাজনৈতিক ও নির্বাচনী প্রতিষ্ঠান টার্গেট করে রুশ হ্যাকাররা একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। অভিযোগের সবচেয়ে গুরুতর অংশটি হচ্ছে রুশ হ্যাকাররা ব্যক্তিগত শখের বশবর্তী একাজ করছে তা নয় বরং এর পেছনে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা রয়েছে। ডেমোক্র্যাটিক দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন এর আগে অভিযোগ করেছিলেন যে রুশ হ্যাকাররা তার দলকে টার্গেট করেছেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এ্যাশটন কার্টারও বলেছেন যে, রুশ হ্যাকাররা মার্কিন গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে। সবশেষ নিউইয়র্ক টাইমস পত্রিকা খবর দিয়েছে যে, রুশ হ্যাকাররা অন্তত দুটো অঙ্গরাজ্যে ভোটারদের ডাটাবেজ হ্যাক করেছে। এফবিআই এখন বিষয়টি নিয়ে তদন্ত করছে। গোপন তথ্য ফাঁস করে আলোড়ন সৃষ্টিকারী ওয়েবসাইট উইলিকস এর আগে জানিয়েছিল রুশ হ্যাকাররা শখের বশবর্তী ২০০৭ সালে প্রতিবেশী এস্তোনিয়ার সরকারী, ব্যাংকিং ও মিডিয়ায় হ্যাক করেছে। সাম্প্রতিক সময়ে ইউক্রেনসহ ইউরোপের বিভিন্ন দেশ টার্গেট করে সাইবার হামলা করেছে। এ বছর মে মাসে জার্মানি রাশিয়ার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করেছিল। -বিবিসি
×