ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জার্মানি থেকে জয় ছিনিয়ে আনার চ্যালেঞ্জ জিদানের, চ্যাম্পিয়ন্স লীগের অন্য ম্যাচে পোর্তোর মুখোমুখি লিচেস্টার সিটি, জুভেন্টাসকে আতিথ্য দিবে ডায়নামো জাগরেব

রিয়ালের সামনে আজ দুর্বার ডর্টমুন্ড

প্রকাশিত: ০৫:৫৫, ২৭ সেপ্টেম্বর ২০১৬

রিয়ালের সামনে আজ দুর্বার ডর্টমুন্ড

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে নিজেদের প্রথম ম্যাচে কষ্টের জয়ে মিশন শুরু করে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় ম্যাচে আজ আবারও মাঠে নামছে তারা। প্রতিপক্ষ শক্তিশালী বরুশিয়া ডর্টমুন্ড। যাদের বিপক্ষে খুব বেশি সুখস্মৃতি নেই রিয়ালের। বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে ২৯ বার মুখোমুখি হয়ে জয় মাত্র চারটিতে! আর সর্বশেষ তিন সফরের সবকটিতেই পরাজয়! এবার অবশ্য সাম্প্রতিক অতীতের ইতিহাস বদলাতে মরিয়া আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ দুই ম্যাচে ড্র করলেও এই মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত জিনেদিন জিদানের দল। তাই ডর্টমুন্ডের বিপক্ষেও পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া স্প্যানিশ জায়ান্টরা। চ্যাম্পিয়নস লীগে মৌসুমের প্রথম ম্যাচে স্বদেশী ক্লাব স্পোর্টিং লিসবনের বিপক্ষে স্কোয়াডে থাকলেও সাইডবেঞ্চে বসেই দলের জয় উপভোগ করতে হয় রিয়ালের পর্তুগীজ ডিফেন্ডার পেপেকে। লা লিগায় এস্পানিওলের বিপক্ষে পুরো নব্বই মিনিট খেললেও চোট পান হাঁটুতে। তাই সবশেষ দুই ম্যাচে দলের সেরা ডিফেন্ডারকে নিয়ে কোন ধরনের ঝুঁকি নেননি রিয়ালের কোচ জিনেদিন জিদান। আজ জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডের মাঠেই ফিরতে চোখ রাখছেন পেপে। ইনজুরি কাটিয়ে ইতোমধ্যেই দলের সবশেষ অনুশীলন সেশন সম্পন্ন করেছেন ইউরো জয়ী পর্তুগীজ তারকা। ৩৩ বছর বয়সী অভিজ্ঞ সেন্টারব্যাক পেপের অনুপস্থিতিতে শেষ দুই ম্যাচে তিনটি গোল হজম করে রিয়াল। ভিয়ারিয়ালের পর লাস পালমাসের বিপক্ষেও ড্রয়ের হতাশায় ডোবে জিদানের শিষ্যরা। যে কারণে বরুশিয়া ডর্টমুন্ড ম্যাচ দিয়েই জয়ের ধারায় ফিরতে মরিয়া গ্যালাকটিকোরা। তবে জার্মান ক্লাবটিও এই মুহূর্তে উড়ছে। শেষ চার ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে তারা। আর এই চার ম্যাচে প্রতিপক্ষের জালে ২০ বার বল জড়িয়েছে ডর্টমুন্ডের খেলোয়াড়রা। আর ডর্টমুন্ডের অনুপ্রেরণা নিজেদের মাঠ। সিগনাল ইদুনা পার্কে বুন্দেসলিগার শেষ ২০ ম্যাচে অপরাজিত তারা! তাই আজকের ম্যাচে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা অনুমিতই। এফ গ্রুপের রিয়াল-ডর্টমুন্ড ছাড়াও লিসবনে স্পোর্টিং আতিথ্য দিবে পোল্যান্ডের ক্লাব লেগিয়া ওয়াশকে। উভয়দলই নিজেদের প্রথম ম্যাচে পরাজয় দেখে। ‘জি’ গ্রুপে লিচেস্টার সিটি মুখোমুখি হবে এফসি পোর্তোর। গত মৌসুমে রূপকথার জন্ম দিয়ে প্রিমিয়ার লীগের শিরোপা জিতে লিচেস্টার সিটি। যে কারণেই জায়গা করে নেয় চ্যাম্পিয়ন্স লীগে। তবে প্রথম ম্যাচে জয় দিয়েই মিশন শুরু করা ক্লদিও রানিয়েরির দল কিং পাওয়ার স্টেডিয়ামে আজ পোর্তোর বিপক্ষেও জয়ের বিকল্প ভাবছে না। এই গ্রুপের অন্য ম্যাচে কোপেনহেগেন স্বাগত জানাবে বেলজিয়ামের ক্লাব ব্রাগকে। ‘এইচ’ গ্রুপে স্প্যানিশ ক্লাব সেভিয়া আতিথ্য দিবে ফরাসী ক্লাব লিয়নকে। অন্য ম্যাচে ইতালিয়ান সিরি’এ লীগের বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার ক্লাব ডায়নামো জাগরেবের। ‘ই’ গ্রুপেও রয়েছে দুটি ম্যাচ। যেখানে ফরাসী ক্লাব মোনাকে স্বাগত জানাবে জার্মানির বেয়ার লেভারকুসেনকে আর সিএসকেএ মস্কো খেলবে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে। এদিকে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে চার সপ্তাহ মাঠের বাইরে ছিটকে পড়েছেন কেভিন ডি ব্রুইন। যে কারণে বেশ কয়েকটি ম্যাচেই বেলজিয়ান উইঙ্গারকে পাচ্ছে না পেপ গার্ডিওলার ম্যানচেস্টার সিটি। এর মধ্যে অন্যতম বার্সিলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লীগের হাইভোল্টেজ ম্যাচ। আগামী মাসে ম্যানইউর বিপক্ষে ডার্বি ম্যাচেও তার খেলা নিয়ে সংশয় রয়েছে। গত শনিবার সোয়ানসি সিটির মাঠে ৩-১ গোলে জেতা ম্যাচটিতে ইনজুরিতে ভোগেন ডি ব্রুইন। পরদিন তার স্ক্যান করানো হয়। প্রাথমিক টেস্টে পেশীর চোট ধরা পড়ে। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে আগামী মাসেই বার্সিলোনার মুখোমুখি হবে সিটিজেনরা। এ ম্যাচের আগে ডি ব্রুইনের ফিট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে! তার এক সপ্তাহ পরেই লীগ কাপে ম্যানইউর মুখোমুখি হবে ম্যানসিটি। মাঝে সাউদাম্পটনের বিপক্ষেও রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগে বুধবার চ্যাম্পিয়ন্স লীগে সেল্টিকের বিপক্ষেও ডি ব্রুইনকে ছাড়াই মাঠে নামবে ম্যানসিটি। বার্সার মুখোমুখি হওয়ার আগে প্রিমিয়ার লীগে টটেনহ্যাম ও এভারটন ম্যাচ দিয়ে নিজেদের ঝালিয়ে নেবে গার্ডিওলার শিষ্যরা। শুধু ম্যানচেস্টার সিটির জার্সিতেই নয় বরং আন্তর্জাতিক পর্যায়েও দর্শক ভূমিকায় থাকছেন ডি ব্রুইন। কেননা আগামী মাসের দ্বিতীয় সপ্তাহেই বসনিয়া ও জিব্রাল্টারের বিপক্ষেই বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলবে বেলজিয়াম। আর সেই দুটি ম্যাচেই দর্শকের ভূমিকা পালন করবেন দুর্দান্ত ফর্মে থাকা কেভিন ডি ব্রুইন।
×