ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পোশাক রফতানিতে পিছিয়ে পড়েছে পাকিস্তান

প্রকাশিত: ০৫:৫৩, ২৫ সেপ্টেম্বর ২০১৬

পোশাক রফতানিতে পিছিয়ে পড়েছে পাকিস্তান

বস্ত্র ও পোশাক খাতের পণ্য রফতানিতে পিছিয়েছে পাকিস্তান। গত বছরের একই সময়ের তুলনায় জুলাই-আগস্ট মাসে এ খাতে ২.৬৪ শতাংশ রফতানি কমেছে। পাকিস্তান ব্যুরো অব স্ট্যাটিস্টিকের (পিবিএস) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে এ খাতের রফতানি বাণিজ্য কমে দাঁড়ায় ২.০৭ বিলিয়ন ডলারে। গত বছরের একই সময়ে যা ছিল ২.১২ বিলিয়ন ডলার। এ হিসেবে বলা যায়, দেশটির পোশাক খাতের রফতানি ধারাবাহিকভাবে পতন হচ্ছে। -অর্থনৈতিক রিপোর্টার পাম তেলের দাম ১৯ শতাংশ কমতে পারে নতুন তেল বর্ষে পামের উৎপাদন ফিরতে পারে। আর সে কারণে আগামী দুই মাসের মধ্যে অপরিশোধিত পাম তেলের দাম প্রায় ১৯ শতাংশ কমতে পারে। শুক্রবার এ খাতের বিশ্লেষক ডোরাব মিস্ট্রাই এ পূর্বাভাসের কথা জানিয়েছে। তিনি বলেন, সেপ্টেম্বরে শেষ হতে যাওয়ার তেল বর্ষে পণ্যটির দাম ৯ শতাংশ কমেছে। এর পেছনে কারণ ছিল এল নিনো। বৈরী আবহাওয়ার কারণে এ সময়ে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় পাম উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ে। ফলে সরবরাহ কম ছিল। গত বৃহস্পতিবার মালয়েশিয়ার বাজারে ৫ মাসের মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে তেল। বর্তমানে টনপ্রতি অপরিশোধিত পামতেল বিক্রি হচ্ছে ২৭০০ রিংগিতে। মিস্ট্রাই বলেন, আগামী নবেম্বরে এই তেলের দাম ১৯ শতাংশ কমতে পারে। টনপ্রতি বিক্রি হতে পারে ২২০০ রিংগিতে। প্রসঙ্গত, বিশ্বব্যাপী পাম তেলের বাজারে অন্যতম আধিপত্য বিস্তার করে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। এ দেশ দুটিতে উৎপাদন কমলে বা বাড়লে তার প্রভাব পড়ে পুরো বাজারে। অর্থনৈতিক রিপোর্টার
×