ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঈদের ছুটিতে ব্যাংকে সাইবার হামলার আশঙ্কায় নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

প্রকাশিত: ০৫:৫৬, ৮ সেপ্টেম্বর ২০১৬

ঈদের ছুটিতে ব্যাংকে সাইবার হামলার আশঙ্কায় নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঈদ-উল-আযহার ছুটিতে ব্যাংকে সাইবার হামলার আশঙ্কা করছে কেন্দ্রীয় ব্যাংক। এ কারণে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ঈদ-উল-আযহা উপলক্ষে এ বছরের সরকারী ছুটি দীর্ঘ হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরী। বিশেষভাবে সাইবার অপরাধ ঠেকাতে ব্যাংক-কোম্পানি ও ব্যবসা কেন্দ্রের নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন। এরই পরিপ্রেক্ষিতে ছুটির দিনে ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা অফিস, এটিএম বুথে সাইবার নিরাপত্তাসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে। এক্ষেত্রে প্রয়োজনে ব্যংক কর্মকর্তারা পালাক্রমে তদারকির ব্যবস্থা নেবেন। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা জনকণ্ঠকে বলেন, ঈদের ছুটিতে ব্যাংকের শাখায় বা এটিএম বুথে যেন অনাকাক্সিক্ষত কোন ঘটনা না ঘটে, সে জন্য দেশের সব বাণিজ্যিক ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে। বিশেষ করে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আরেকটি নির্দেশনায় বলা হয়েছে, ঈদের ছুটিতে দৈনন্দিন ও স্বাভাবিক লেনদেনের সুবিধার্থে ব্যাংকের এটিএম বুথ থেকে নিরবচ্ছিন্ন ও নিরাপদে টাকা উত্তোলনের সুবিধার্থে পর্যাপ্ত টাকা সরবরাহের ব্যবস্থাসহ বুথগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, ঈদ উৎসবে গ্রাহকদের কেনাকাটা ও ছুটিকালীন ব্যাংকের শাখা বন্ধ থাকায় গ্রাহকরা এটিএম, পস (পয়েন্ট অব সেলস) এবং ই-পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বেশি লেনদেন করেন।
×