ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্যাসিয়াসকে রাখেনি স্পেন

রোনাল্ডোকে ছাড়াই পর্তুগাল দল

প্রকাশিত: ০৪:৩১, ২৭ আগস্ট ২০১৬

রোনাল্ডোকে ছাড়াই পর্তুগাল দল

স্পোর্টস রিপোর্টার ॥ ইউরোর চোট এখনও ভোগাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। তাই তো শুক্রবার ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ঘোষিত পর্তুগাল দলে জায়গা হয়নি তার। তবে আলোচনা সাপেক্ষেই সি আর সেভেনকে দলে রাখেননি পর্তুগালের কোচ ফের্নান্ডো সান্তোস। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে কথা বলেছি। সে এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি।’ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। ৬ সেপ্টেম্বর বাসেলে অনুষ্ঠিত হবে সেই ম্যাচটি। তার আগে আগামী ১ সেপ্টেম্বর জিব্রাল্টারের বিপক্ষে প্রীতি ম্যাচেও মুখোমুখি হবে সম্প্রতি ইউরোপ সেরার মুকুট পরা পর্তুগাল। এদিকে ভিসেন্তে দেল বস্ক পরবর্তী যুগের ঘোষিত প্রথম দলেই স্পেনের জার্সিতে খেলার সুযোগ হলো না ইকার ক্যাসিয়াসের। শুক্রবার জুলেন লোপেটেগুই ঘোষিত বিশ্বকাপ বাছাইপর্বের দল থেকে ছিটকে পড়েছেন তিনি। স্পেনের সর্বোচ্চ ম্যাচ খেলা গোলরক্ষক ইকার ক্যাসিয়াস দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নসহ বিশ্বকাপ জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কিন্তু ৩৫ বছর বয়সী এই তারকা গোলরক্ষকের যেন শেষের শুরুর ইঙ্গিতটাও দিয়ে দিলেন লোপেটেগুই।
×