ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আফগানিস্তানকে ৪ এ্যাটাক হেলিকপ্টার উপহার ভারতের

প্রকাশিত: ০৫:৪৫, ১২ আগস্ট ২০১৬

আফগানিস্তানকে ৪ এ্যাটাক হেলিকপ্টার উপহার ভারতের

আফগান বাহিনীকে চারটি এমআই-২৫ এ্যাটাক হেলিকপ্টার উপহার দিয়েছে ভারত। আফগানিস্তান এই উপহারকে স্বাগত জানিয়ে বলেছে, এই ধরনের হেলিকপ্টার তাদের আরও প্রয়োজন। আফগানিস্তানে মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল জন নিকোলসন বলেছেন, আফগান বাহিনী আরও এই ধরনের হেলিকপ্টার চেয়েছে। এগুলো তাদের অবিলম্বে প্রয়োজন। এগুলো পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে কাজে লাগাবে। খবর টাইমস অব ইন্ডিয়ার। যুক্তরাষ্ট্র এক সময় আফগানিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ে ভারতকে সম্পৃক্ত হতে নিরুৎসাহিত করত। তা হতে বর্তমান মার্কিন প্রতিক্রিয়া সম্পূর্ণ ভিন্ন। তখন পাকিস্তানের প্রতিক্রিয়ার কথা চিন্তা করেই ভারতে এ বিষয়ে সম্পৃক্ত হতে নিরুৎসাহিত করা হতো। জেনারেল নিকোলসন ভারত সফরে গিয়ে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর ও প্রতিরক্ষা সচিব মোহন কুমারের সঙ্গে বৈঠক করেন এবং আফগানিস্তানে ভারত-মার্কিন সহযোগিতা বিষয়ে আলোচনা করেন। নিকোলসন বলেন, আমরা আফগান বিমান বাহিনীকে নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে গড়ে তুলছি। দেশটির বিমান বাহিনীতে থাকা পুরনো রুশ মডেলের বিমান নতুনগুলোর সঙ্গে একত্রীভূত করা হবে। এছাড়া আমাদের আরও বিমানের প্রয়োজন। তাই আমরা খুঁজছি কিভাবে এই প্রয়োজন মেটানো যায়। আর রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার অর্থ হলো ন্যাটো জোটভুক্ত বেশিরভাগ দাতা দেশ রাশিয়া থেকে বিমানের যন্ত্রাংশ ও বিমান কেনার অর্থ দিতে পারবে না। তাই এক্ষেতে ভারতের নাম আসে এবং মস্কোর ওপর ভারত কোন নিষেধাজ্ঞা আরোপ করেনি।
×