ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় বানভাসি মানুষেরা মানবেতর জীবন

প্রকাশিত: ২৩:১৯, ৩১ জুলাই ২০১৬

গাইবান্ধায়  বানভাসি মানুষেরা মানবেতর জীবন

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধায় ঘাঘট, তিস্তা, ব্রহ্মপুত্র-যমুনা নদীর দু’ সপ্তাহের অব্যাহত বন্যা ও বাঁধ ভাঙ্গা পানির তোড়ে পানিবন্দী ভানভাসি মানুষ বন্যা নিয়ন্ত্রন বাঁধে আশ্রয় নিয়ে নানা দুর্ভোগ পোহাচ্ছে। তাদের বিশুদ্ধ পানি, শুকনা খাবার, জ্বালানি, টয়লেট, চিকিৎসা এবং গবাদি পশু সংরক্ষণ ও গবাদি পশুর খাদ্য সংকটসহ নানাবিধ সমস্যার সংকটে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। সদর উপজেলার গোদারহাটের সোনাইল বাঁধ, গিদারি, কামারজানির গো-ঘাট, পূর্ব কোমরনই, ফুলছড়ির কাইয়ারহাট, চন্দনস্বর, রতনপুর, গুণভরি, সিংড়িয়া, সাঘাটার ভরতখালী ও উদাখালী সংলগ্ন বন্যা নিয়ন্ত্রন বাঁধে আশ্রয় নিয়েছে বাঁধ ভাঙ্গা বন্যা কবলিত মানুষ। সরেজমিনে এসব এলাকা পরিদর্শন করে এ তথ্য জানা গেছে। বেসরকারি উদ্যোগে কোন ত্রাণ সহায়তা না থাকায় শুধু অপ্রতুল সরকারি ত্রাণ সহায়তার উপর নির্ভর করে এসব মানুষ এখন খাদ্যাভাবের কবলে পড়েছে। জেলা ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা অফিস সুত্রে জানা গেছে, এ পর্যন্ত জেলার ফুলছড়ি, সাঘাটা, সুন্দরগঞ্জ ও সদর উপজেলার ৩১টি ইউনিয়নের ২ লাখ ৬১ হাজার ৬শ’ মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছে। ত্রাণ মন্ত্রণালয় থেকে এ পর্যন্ত ২৬ লাখ টাকা ও সাড়ে ৮শ’ মে. টন চাল এবং ২ হাজার প্যাকেট শুকনা খাবার বরাদ্দ পাওয়া গেছে। সেসব ত্রাণ সামগ্রী দুর্গত মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে।
×