ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে যুবকের রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ০৮:৩৭, ২৯ জুলাই ২০১৬

রাজধানীতে যুবকের রহস্যজনক মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলশানে মুশফিকুর রহমান নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এদিকে কামরাঙ্গীরচরে পোশাক কারাখানায় অগ্নিদগ্ধ আরও দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে দগ্ধ চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, চাকরির জন্য রাজশাহী থেকে ঢাকায় এসে মুশফিকুর রহমান (৩৫) নামে এক যুবকের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গুলশানের শাহজাদপুরের ৭/১ সাততলা বাড়ির একটি মেস থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। গুলশান থানার এসআই ওবাইদুর রহমান জানান, জ্যামস চাকরির জন্য রাজশাহী থেকে ঢাকায় আসে। বৃহস্পতিবার তার চাকরির ইন্টারভিউ ছিল। তিনি জানান, এজন্য বুধবার রাতে গুলশানের শাহজাদপুরের ওই সাততলা বাড়ির একটি মেসে বন্ধুদের রুমে ওঠে। রাতে খাবার খেয়ে একই মেসে থাকে ওই যুবক। এর পর সকালের দিকে অসুস্থ অনুভব করে। একপর্যায়ে দুপুর ১২টার দিকে সে মারা যায়। পরে পুলিশ গিয়ে বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে। এসআই ওবাইদুর জানান, নিহতের মুখ দিয়ে লালা পড়ছিল। তার মৃত্যুর ঘটনাটি রহস্যজনক। তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আসল ঘটনা জানা যাবে। দগ্ধ দ’জনের মৃত্যু ॥ রাজধানীর কামরাঙ্গীরচরে বৃষ্টি ফ্যাশন নামে পোশাক কারাখানায় অগ্নিদগ্ধ আরও দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এরা হলেনÑ সজিব আহমেদ (১৮) ও সুমন হোসেন (১৮)। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সুমন ও বুধবার রাত ২টার দিকে সজিব ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দু’জনেরই গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাইমচর উপজেলায়। এ নিয়ে এ ঘটনায় মোট চার শ্রমিকের মৃত্যু হয়েছে।
×