ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাসিকের বর্ধিত গৃহকর বাতিল দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৬:১৭, ২৯ জুলাই ২০১৬

রাসিকের বর্ধিত গৃহকর বাতিল দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী সিটি কর্পোরেশনের বর্ধিত হোল্ডিং ট্যাক্স (গৃহকর) বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও নগর ভবন ঘেরাও কর্মসূচী পালন করেছে নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদ। একই দাবিতে স্মারকলিপিও পেশ করা হয়েছে। এ কর্মসূচীতে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভে অংশ নেয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টিও। বৃহস্পতিবার সকালে বিক্ষোভ সমাবেশ ও ঘেরাও শেষে নগর ভবনে দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীমের অনুপস্থিতিতে তার ব্যক্তিগত সহকারী আজমীর আহমেদের হাতে স্মারকলিপি প্রদান করা হয়। নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের আহবায়ক এ্যাডভোকেট এনামুল হক স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ নগরীর বাসা-বাড়ির হোল্ডিং ট্যাক্স অস্বাভাবিক হারে বাড়ানোর সিদ্ধান্ত নগরবাসীর জন্য এক নতুন বিপদ ডেকে এনেছে। রাসিক কর্তৃপক্ষের নেয়া আপীল শুনানির ব্যবস্থায় কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে যেভাবে ট্যাক্সের হার পুনর্নির্ধারণ করা হচ্ছে তা নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এর আগে সকাল ৯টায় মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টের ভুবন মোহন পার্কে এক গণজামায়েত করার চেষ্টা করলে পুলিশী বাধায় তা প- হয়। পরে সেখান থেকে মিছিলটি ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে রাসিকের প্রধান ফটকের সামনে এসে ঘেরাও কর্মসূচী পালন করে।
×