ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জনমত জরিপে হিলারিকে ছাড়িয়ে ট্রাম্প

প্রকাশিত: ০৪:০২, ২৮ জুলাই ২০১৬

জনমত জরিপে হিলারিকে ছাড়িয়ে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের এক জরিপে দেখা গেছে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে ছাড়িয়ে জনসমর্থনে এগিয়ে গেছেন রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের করা এ জরিপের ফলাফল মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। মে মাসের প্রথমদিকের পর থেকে এই প্রথমবারের মতো জরিপে হিলারিকে পেছনে ফেললেন ট্রাম্প। খবর ইয়াহু নিউজের। চলতি বছরের ৮ নবেম্বর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। গত সপ্তাহে ক্লিভল্যান্ডে অনুষ্ঠিত রিপাবলিকান দলীয় জাতীয় সম্মেলনে ট্রাম্পকে দলটির মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। মনোনয়ন নিশ্চিত হওয়ার পর থেকেই ট্রাম্পের প্রতি জনসমর্থন বাড়তে দেখা যায়। অন্যদিকে মঙ্গলবার ফিলাডেলফিয়ায় ডেমোক্র্যাট দলীয় জাতীয় সম্মেলন থেকে হিলারি ক্লিনটনকে আসন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এর ঠিক আগে ২২ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত করা জরিপটির ফলাফলে দেখা যায় ট্রাম্পের পক্ষে সমর্থন জানিয়েছেন ৩৯ শতাংশ সম্ভাব্য ভোটার ; অপরদিকে হিলারির পক্ষে সমর্থন জানিয়েছেন ৩৭ শতাংশ সম্ভাব্য ভোটার। ২৪ শতাংশ সম্ভাব্য ভোটার এদের কাউকে সমর্থন না করার কথা জানিয়েছেন। জরিপে চার শতাংশ এদিক-ওদিক হতে পারে বলে ফলাফলে বলা হয়েছে। এতে দুই প্রার্থীর পক্ষে প্রায় সমান সমর্থন আছে, এমনও ধরে নেয়া যায় বলে জানিয়েছে রয়টার্স। হিলারি গেল শুক্রবারের জরিপে ট্রাম্পের চেয়ে তিন শতাংশ এগিয়ে ছিলেন। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জরিপে বেশিরভাগ সময়ই হিলারি প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের চেয়ে অনেক এগিয়ে ছিলেন। মে মাসের প্রথমদিকে রিপাবলিকান দলীয় মনোনয়ন দৌড় থেকে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বীরা খসে পড়লে ট্রাম্পের মনোনয়ন প্রায় নিশ্চিত হয়ে যায়। ওই সময় প্রথমবারের মতো অল্প সময়ের জন্য হিলারিকে পেছনে ফেলে জনসমর্থন জরিপে এগিয়ে গিয়েছিলেন ট্রাম্প। ৯ মে ট্রাম্প প্রতিদ্বন্দ্বী হিলারি থেকে মাত্র দশমিক ৩ শতাংশ পয়েন্টে এগিয়ে ছিলেন। এরপর থেকে ফের হিলারি এগিয়ে যান এবং তাদের জনসমর্থনের ব্যবধানও বাড়তে থাকে। এক পর্যায়ে বেশ কিছুদিন ধরে ট্রাম্পের চেয়ে জরিপে ১০ পয়েন্টেরও বেশি ব্যবধানে এগিয়ে ছিলেন হিলারি। কিন্তু ট্রাম্পের মনোনয়ন ঘোষণা করার পর দুজনের জনসমর্থনের ব্যবধান ফের হ্রাস পেতে থাকে।
×