ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তিন চিকিৎসক নিখোঁজ!

প্রকাশিত: ০৩:৫৫, ২৪ জুলাই ২০১৬

তিন চিকিৎসক নিখোঁজ!

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, থেকে জানান, বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন চিকিৎসক দীর্ঘদিন ধরে বিনা অনুমতিতে অনুপস্থিত রয়েছেন। বহুবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়েও তাদের কোন খোঁজ পায়নি উপজেলা স্বাস্থ্য প্রশাসক। সম্প্রতি গুলশান ও শোলাকিয়ায় জঙ্গী হামলার পর বিষয়টি উঠে এসেছে। স্থানীয়রা তিন চিকিৎসকের অনুপস্থিতির বিষয়টি রহস্যজনক বলে মনে করে। জানা গেছে, আবাসিক মেডিক্যাল অফিসার ইয়াছিন আলম ২০০৮ সালের ১ জুন আমতলী হাসপাতালে যোগদান করেন। এরপর থেকে তার কোন খোঁজ নেই। সহকারী সার্জন (প্যাথ) মাকসুদা আক্তার ২০১১ সালের ৪ ফেব্রুয়ারি যোগদান করেন। এরপর থেকে তিনিও অনুপস্থিত রয়েছেন। আবাসিক মেডিক্যাল অফিসার রাকিব হাসান চলতি বছরের ১০ মে যোগদান করে চলে যান, আসেন ৩১ মে। আবার ১ ও ২ জুন কর্মস্থলে থেকে চার দিনের ছুটি নিয়ে ফের চলে যান এবং ছুটি শেষে ৮ জুন আসেন। ১১ জুন পর্যন্ত কর্মস্থলে থেকে বিনা অনুমতিতে ২৩ জুলাই পর্যন্ত অনুপস্থিত রয়েছে। আমতলী উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ এমএ মতিন জানান, এদের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বহুবার চিঠি দিয়ে জানিয়েছি কিন্তু কোন খোঁজ পাইনি।
×