ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কাঁদছে পোকেমনও!

অন্যরকম

প্রকাশিত: ০৩:৪৩, ২৪ জুলাই ২০১৬

অন্যরকম

ভার্চুয়াল দুনিয়ায় হরেক গেমের স্বাদবদলে প্রায় বিপ্লব এনেছে পোকেমন। তবে সম্প্রতি পোকেমনকে পাশে রেখে সিরীয় শিশুদের ছবি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় পোকেমনকে কেমন দেখতে হবে তাই তুলে ধরা হয়েছে। আর এর মাধ্যমেই উঠে এসেছে দেশটির আসল চিত্র। যখন সারা বিশ্বের শিশুরা পোকেমনকে ছুঁতে উদগ্রীব, তখন সিরিয়ার এই শিশুদের দুঃখে কাঁদছে খোদ পোকেমনই। পোকেমনের কাছেই বাচ্চাদের আর্জি, আমার বাড়ি সিরিয়ায়, আমাকে উদ্ধার করতে এসো। -এএফপি শেষ হচ্ছে ভিসিআর জাপানে চলতি মাসে শেষবারের মতো তৈরি হতে যাচ্ছে এক সময়ের জনপ্রিয় বিনোদনযন্ত্র ভিডিও ক্যাসেট রেকর্ডারের (ভিসিআর)। ওসাকাভিত্তিক ফুনাই ইলেকট্রিক গ্রুপ ভিসিআর উৎপাদন বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে। এর মধ্য দিয়েই একটি যুগের সমাপ্তি ঘটে গেল। ফুনাই গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে, ভিসিআর তৈরির যন্ত্রাংশের স্বল্পতা আর চাহিদা কমে যাওয়ায় তারা ভিসিআর উৎপাদন বন্ধ করে দিচ্ছে। ২০১৫ সালে বিশ্বজুড়ে মাত্র সাড়ে সাত লাখ ভিসিআর বিক্রি হয়েছে। কিন্তু আশি ও নব্বইয়ের দশকে ভিসিআরের চাহিদা ছিল ব্যাপক। ওই সময় ১ কোটি ৫০ লাখ ভিসিআর বিক্রি হয়েছে বিশ্বজুড়ে। Ñবিবিসি বন্ধ হলো টরেন্টস কিকঅ্যাস টরেন্টস, সংক্ষেপে ক্যাট। সিনেমা, গান, ভিডিও গেমস ও অন্য ডিজিটাল কনটেন্ট বেআইনীভাবে কপি করে তা বণ্টন করার এই অনলাইন পাইরেসি সাইটটি বন্ধ করে দেয়া হয়েছে। আর ক্যাটের মালিক এ্যারটেম ভাউলিনকে বুধবার পোল্যান্ডের ওয়ারশ’র চপিন বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। ১০০ কোটি মার্কিন ডলারেরও বেশি মূল্যের সিনেমা, গান ও অন্যান্য কনটেন্ট বেআইনীভাবে কপি করে বণ্টন করার অভিযোগে ইউক্রেনের নাগরিক ৩০ বছরের ভাউলিনকে খুঁজছিল মার্কিন প্রশাসন। দোষী সাব্যস্ত হলে তার ২০ বছর পর্যন্ত জেল হতে পারে। Ñইন্ডিয়ান এক্সপ্রেস
×