ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সোমালীয় শরণার্থীদের সঙ্গে জন্মদিন উদযাপন মালালার

প্রকাশিত: ০৩:৪৪, ১৪ জুলাই ২০১৬

সোমালীয় শরণার্থীদের সঙ্গে জন্মদিন উদযাপন মালালার

পাকিস্তানের শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই মঙ্গলবার তার ১৯তম জন্মদিনে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির দাদাব ক্যাম্প পরিদর্শন করেছেন। সোমালিয়া সীমান্তের কাছে কেনিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত ক্যাম্পটি চলতি বছরের শেষে বন্ধ করে দেয়ার পরিকল্পনা করছে কেনিয়া সরকার। মালালা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এর ফলে একটি প্রজন্ম হারিয়ে যেতে পারে। খবর ডেইলি মেইলের। কেনিয়া সরকার এটিকে একটি নিরাপত্তা ঝুঁকি হিসেবে উল্লেখ শিবিরটি বন্ধ করে পরিকল্পনার ঘোষণা দেয় চলতি বছরের মে মাসে। মালালা বলেছেন, তিন লাখের বেশি সোমালীয় শরণার্থীর দেশে ফিরে যাওয়া স্বেচ্ছায় হওয়া উচিত। দেশটি এখনও চরমপন্থীদের সহিংসতায় জর্জরিত। তিনি এক সাক্ষাতকারে বলেছেন, তাদের জোর করে সরিয়ে দেয়া উচিত নয়। আমরা সবাই জানি যে শীঘ্রই শরণার্থী শিবিরটি বন্ধ করে দেয়া হবে। তাই আমি নিশ্চিত করতে চাই যে, সেখানে থাকা মেয়েরা হারিয়ে যাবে না এবং তাদের শিক্ষা অব্যাহত রাখতে তাদের জন্য বিকল্প ব্যবস্থা নেয়া হবে। মালালা আরও বলেন, যদি শিবিরটি বন্ধ করে দেয়া হয়, তাহলে এর অধিবাসীরা সোমালিয়া চলে যাবে এবং সেখানে মাত্র কিছু স্কুল রয়েছে। ফলে মেয়েরা শিক্ষা বঞ্চিত থাকবে। আর যাই হোক তারা অন্তত দাদাব শিবিরের ভেতরে স্কুলগুলোতে পড়াশোনা করতে পারছিল। মালালা ক্যাম্পটি বন্ধ করতে সময় নিতে এবং শিক্ষার প্রয়োজনীয়তার বিষয়টি বিবেচনা করতে কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তার প্রতি অনুরোধ জানিয়েছেন। ২৫ বছর আগে দাদাব শিবিরটি তৈরি হয়েছে এবং শিবিরের অনেকেই দাদাবকে নিজেদের বাড়ি বলে মনে করে। ভারতে দুই মন্ত্রীর পদত্যাগ ভারতে দুই জ্যেষ্ঠ মন্ত্রী পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভা রদবদলের মাত্র এক সপ্তাহের মাথায় তারা পদত্যাগ করলেন। মোদির মন্ত্রিসভায় ১৯ জন নতুন মন্ত্রী যুক্ত হয়েছেন। ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী নাজমা হেপতুল্লা ও ভারী শিল্প বিষয়ক জুনিয়র মন্ত্রী জিএম সিদ্ধেশ্বরী মঙ্গলবার পদত্যাগ পত্র জমা দেয়ার পর এদিন সন্ধ্যায় রাষ্ট্রপতি প্রণব মুখার্জী তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেন। হেপতুল্লা পদত্যাগের জন্য ব্যক্তিগত কারণ দেখালেও সূত্র জানায়, বয়স ৭৫ বছরের বেশি হওয়ায় তাকে পদত্যাগ করার আহ্বান জানানো হয়। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অলিখিত বিধান অনুযায়ী মন্ত্রী থাকার বয়সসীমা হল ৭৫ বছর। জুনিয়র সংখ্যালঘু মন্ত্রী মুখতার আব্বাস নকভি তার কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন এবং নকভির ওপর মন্ত্রণালয়ের ভার অর্পণ করা হয়েছে। অন্যদিকে, দক্ষিণাঞ্চলের কর্নাটক রাজ্যের বিজেপি নেতা সিদ্ধেশ্বরকেও পদত্যাগ করতে বলা হয়। প্রধানমন্ত্রী ও বিজেপি প্রধান তার কাজে সন্তুষ্ট ছিল না। - এএফপি।
×